সিলেট ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, জুন ১২, ২০১৮
জকিগঞ্জ প্রতিনিধি :: মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার (১২জুন) সকাল ৭ টার দিকে জকিগঞ্জ উপজেলার মইয়াখালি থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ী ও একাধিক মাদক মামলার আসামি মইয়াখালি গ্রামের মাহমুদ আলীর পূত্র জহুর উদ্দিন (৩২) কে ১৩০ বোতল ভারতীয় মদ অফিসার চয়েজসহ গ্রেফতার করা হয়।
জানা যায় গোপন সংবাদের ভিক্তিতে জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাক সরকারের দিক নির্দেশে জকিগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই ইমরোজ তারেকের নেতৃত্বে জকিগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল মাদক সম্রাট জহুরের বাড়ি ঘেরাও করে তাকে আটক করে।
এ বিষয়ে জানতে জকিগঞ্জ থানার সেকেন্ড অফিসার ইমরোজ তারেকের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আমাদের অভিযান অভ্যাহত থাকবে এবং জুহুর উদ্দিনের বিরুদ্ধে মাদক বিরোধী আইনে মামলা রুজু হচ্ছে বলে জানান।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd