নগরবাসীকে এসব নির্দেশনা অনুসরণ করার জন্য এসএমপির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
সোমবার (১১ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসএমপির পক্ষ থেকে এ নিরাপত্তা নির্দেশনা প্রদান করা হয়।
নির্দেশনায় বলা হয়-
ঈদগাহ্ এর মাঠের নিরাপত্তা:
- ঈদগাহে যাওয়ার সময় নগদ অর্থ, মোবাইল ফোন বহন করার ক্ষেত্রে সর্তক থাকুন,
- ঈদের জামায়াতের সময় অপরিচিত/দুষ্কৃতিকারী কেউ যেন বাসায় প্রবেশ না করে তা নিশ্চিত করুন,
- অপরিচিত ব্যক্তি কর্তৃক প্রদত্ত খাদ্য গ্রহণে সর্তক থাকুন,
- ঈদের জামায়াতের আশেপাশে ও ফুটপাতে ডাব কিংবা বোতলজাত পানীয় পান করার ক্ষেত্রে সর্তক থাকুন,
- ঈদ উপলক্ষে বাসা/বাড়িতে গৃহকর্মী নিযুক্ত করলে তাদের প্রতি বিশেষ নজর রাখুন,
- ঈদগাহ্ মাঠে প্রবেশের সময় জায়নামাজ ব্যতীত অন্য কোন বস্তু না নেওয়ার জন্য সকলকে নিরুৎসাহিত করা হল,
- নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ করে ঈদগাহ্ মাঠের প্রবেশ ও বাহির পথে নজরদারী রাখার ব্যবস্থা করতে হবে,
- ঈদগাহ্ মাঠের যানজট নিরসনকল্পে ব্যক্তিগত গাড়ী ঈদগাহ মাঠ হতে দূরে পার্কিং এর জায়গায় রাখুন এবং প্রয়োজনে তালাবন্ধ করুন,
- প্রয়োজনে থানা পুলিশের সহযোগিতা গ্রহণ করুন।
বাসা/বাড়ির নিরাপত্তা:
- ঈদ উপলক্ষে ছুটিতে গেলে বা বাসা ত্যাগ করলে আপনার বাসার দরজা-জানালা সঠিকভাবে তালাবন্ধ করুন,
- আপনার বাসা/অফিসে ক্লোজ সার্কিট ক্যামেরা ব্যবহার করুন,
- দরজায় নিরাপত্তা এলার্মযুক্ত তালা ব্যবহার করুন,
- মহল্লা ও বাড়ির সামনে সন্দেহজনক কাউকে/দুষ্কৃতিকারীকে ঘোরাফেরা করতে দেখলে স্থানীয় পুলিশ ফাঁড়ি ও থানাকে অবহিত করুন,
- বাসায় গেট দরজা খোলা রেখে ঈদের নামাজ পড়তে যাবেন না।
মার্কেট, শপিং মল, কার পার্কিং ও ব্যাংক লেনদেন বিষয়ে নিরাপত্তা:
- দোকান মালিকগন মার্কেট/শপিং মলে কোন নগদ অর্থ রাখবেন না,
- মার্কেট/শপিং মল ত্যাগের পূর্বে অবশ্যই নিশ্চিত হোন যে, আপনার প্রতিষ্ঠান যথাযথভাবে তালাবন্ধ করা হয়েছে,
- স্বর্ণের দোকান, ব্যাংক, বীমা, অর্থলগ্নি প্রতিষ্ঠান হলে সিসিটিভি এবং এলার্ম স্কিম ব্যবহার করুন এবং নিশ্চিত হোন তা সক্রিয় রয়েছে,
- ব্যাংক থেকে উত্তোলন এবং টাকা বহনে সর্বদা সতর্ক থাকুন। প্রয়োজনে অর্থ স্থানান্তরে পুলিশের সহায়তা নিন,
- মার্কেট/শপিং মলে নতুন নিয়োগপ্রাপ্ত কর্মচারীর বিশ্বস্ততা সম্পর্কে নিশ্চিত হোন,
- মার্কেট/শপিং মলের সকল চাবি নিজের কাছে রাখুন,
- গাড়ি পার্কিং এর জন্য নির্ধারিত স্থান ব্যবহার করুন,
- মার্কেট কিংবা বিপণি বিতানে গমনের সময় দামি অলংকারাদি ব্যবহার থেকে বিরত থাকুন,
- পকেটমার, ছিনতাইকারী, প্রতারক ও দুষ্কৃতিকারী হতে সাবধান হোন,
- মালিক পক্ষ স্ব স্ব মার্কেট/শপিং মলের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করুন,
- মালিক পক্ষ স্ব স্ব মার্কেট/শপিং মলের বিদ্যুৎ ব্যবস্থা নিরবিচ্ছিন্ন রাখতে নিজেদের জেনারেটর ব্যবহারে অধিক তৎপর হোন।
রাস্তা/যাত্রাপথে নিরাপত্তা:
- নিজের নিরাপত্তা নিশ্চিত করুন। প্রয়োজনে টহল পুলিশের সহায়তা নিন।
- রাত্রিকালে জনবহুল রাস্তা দিয়ে চলাচল করার চেষ্টা করুন।
- রাস্তায় চলাচলের সময় সঙ্গে থাকা মূল্যবান সামগ্রী বা টাকা পয়সা সম্পর্কে সাবধানতা অবলম্বন করুন।
- সিএনজিতে পূর্ব থেকে অপরিচিত যাত্রী বসা থাকলে তা এড়িয়ে চলুন।
- রাস্তায় বাস/ট্রেন/লঞ্চ টার্মিনালের সাথে ভাগাভাগি করে গাড়ি ভাড়া করবেন না।
- সন্দেহভাজন মোটরসাইকেল ব্যবহারকারী থেকে সতর্ক থাকুন।
- রাস্তায় অপরিচিত কারও কাছ থেকে কোনো কিছু খাবেন না।
- যাতায়াতের সময় সহযাত্রী বেশে থাকা অজ্ঞান পার্টি ও মলম পার্টির খপ্পর হতে সতর্কতা অবলম্বন করুন।
- মধ্য কিংবা শেষ রাতে বাসস্ট্যান্ডে নামলে সতর্কতার সাথে চলাচল করুন, প্রয়োজনে পুলিশের সহায়তা নিন।
- ট্যাক্সি/অটোরিকশা বা ভাড়ায় চালিত অন্যান্য গাড়ি ভাড়া করার সময় গাড়ির রেজিস্ট্রেশন নম্বর এবং ড্রাইভারের নাম ঠিকানা লিখে নিন।
- যাত্রীদেরকে ট্রাকে করে ঈদ ভ্রমণ না করার জন্য অনুরোধ করা হল।
যানজট নিরসনে ট্রাফিক সচেতনতা:
- ট্রাফিক সিগন্যাল মেনে চলুন।
- নির্দিষ্ট লেনে গাড়ি চালান।
- রাস্তার বিপরীত দিকে গাড়ি চালাবেন না।
- যত্রতত্র বাস ও সিএনজি থামাবেন না।
- যত্রতত্র গাড়ি ও সিএনজি পার্কিং করবেন না।
- প্রয়োজনের তুলনায় অতিরিক্ত যাত্রী বহন করবেন না।
- হেলমেট পরিধান করে মোটর সাইকেল চালান।
- মোটর সাইকেলে লুকিং গ্লাস ব্যবহার করুন।
- গাড়ি চালানো অবস্থায় মোবাইল ফোনে কথা বলবেন না।
নির্দেশনায় জরুরি প্রয়োজনে নিম্নলিখিত নাম্বার গুলোতে যোগাযোগের জন্য এসএমপির পক্ষ থেকে অনুরোধ করা হয়। নাম্বার গুলো হলো-
- পুলিশ কন্ট্রোল রুম (২৪ ঘণ্টা খোলা)- ০১৭১৩-৩৭৪৩৭৫, ০১৯৯৫-১০০১০০, ০৮২১-৭১৬৯৬৮
- ট্রাফিক কন্ট্রোল রুম- ০৮২১-৭১৮০২৮
- ডিবি কন্ট্রোল রুম- ০৮২১-৭২০০৬৬
- ওসি, কোতোয়ালি-০১৭১৩৩৭৪৫১৭
- ওসি, জালালাবাদ-০১৭১৩৩৭৪৫২২
- ওসি,এয়ারপোর্ট- ০১৭১৩৩৭৪৫২১
- ওসি, দক্ষিণ সুরমা- ০১৭১৩৩৭৪৫১৮
- ওসি, শাহপরান- ০১৭১৩৩৭৪৩১০
- ওসি,মোগলাবাজার- ০১৭১৩৩৭৪৫১৯
- পুলিশ কমিশনার- ০১৭১৩-৩৭৪৫০৬
- অতি: পুলিশ কমিশনার- ০১৭১৩-৩৭৪৫০৭
- ডিসি (সদর ও প্রশাসন)- ০১৭১৩-৩৭৪৫০৮
- ডিসি (উত্তর)- ০১৭১৩-৩৭৪৫০৯
- ডিসি (দক্ষিণ)- ০১৭১৩-৩৭৪৫১০
- ডিসি (ট্রাফিক)- ০১৭১৩-৩৭৪৫১১
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহম্মদ আবদুল ওয়াহাব স্বাক্ষরিত এই গণবিজ্ঞপ্তিতে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়।