“না বুঝিয়া কেনো বন্ধুর প্রেমে” আজ মুক্তি

প্রকাশিত: ১:১১ পূর্বাহ্ণ, জুন ১০, ২০১৮

“না বুঝিয়া কেনো বন্ধুর প্রেমে” আজ মুক্তি

আমির হোসেন সাগর :: অনেক সমালোচনার মধ্য দিয়ে শেষ হলো”না বুঝিয়া কেনো বন্ধুর প্রেমে” গানের সকল কাজ। সিলেটের ইত্যাদি ইউটিব চ্যানেলে গানটি মুক্তি পাচ্ছে ১০ জুন রবিবার বিকেল ৪টায়।

দেশের সংঙ্গীত প্রেমী প্রিয় বক্ত বৃন্দদের জন্য,এবারে নতুন এই গান উন্নত প্রযুক্তির মাধ্যমে সম্পূর্ন ডিজিটাল মানে রেকর্ডিং, মিউজিক ভিডিও সহ নির্মাণ করেছে গানটি দেশ থিয়েটার সিলেট।”না বুঝিয়া কেনো বন্ধুর প্রেমে পরিলাম,নিজের দোষে আপন দেহে বিষ ডালিলাম” শিরোনামের গানটি লিখেছেন এ প্রজন্মের তরুন গীতিকার সাংবাদিক গীতিকার আমির হোসেন সাগর,গানটি গেয়েছেন বর্তমান সময়ের জনপ্রিয় কণ্ঠ শিল্পী আকরাম,গানের সুর ও সঙ্গীত করেছেন বাংলাদেশ আরেক জনপ্রিয় সঙ্গীত পরিচালক এরফান টিপু,গানটির মিউজিক ভিডিওয়ের কাজ করছেন সিলেটের আরেক জনপ্রিয় অভিনেতা পরিচালক কামাল আহমেদ দূর্জয়, ১০ জন মডেল তরুন-তরুনি নিয়ে গানটির ভিডিও নির্মান করা হয়েছে একটি গল্পের মধ্যেমে।এ সময়ের দক্ষ ক্যামেরা ম্যান সুহেল আহমেদের চিত্র ধারণে উন্নত প্রযুক্তির যন্ত্র ধারা গানটির কাজ করা হয়েছে,তাছাড়া সিলেটের সবচেয়ে সুন্দর বাংলো বাড়ি, বিশ্ববিদ্যালয়,এমসি কলেজ রেওলস্টেশন সহ সকল ভালো ভালো মনোরম লোকেশন তুলে ধরা হয়েছে এই গানে।পরিচালকসহ গানে যারা কাজ করেছেন সবাই আশা করছেন দেশ বিদেশের সকল শ্রোতাদের মন জয় করবে এই গানটি।ইতিমধ্যে গানের সব কাজ শেষ। আগামী কাল ১০ জুন রবিবার “সিলেটের ইত্যাদি” ইউটিবে প্রচার করা হবে গানটি। সকল গানপ্রিয় বন্ধুদের বলবো গানটি দেখবে। এই গানের শুটিং শুরু থেকেই কিছু ভিডিও ও ছবি ইন্টারনেট ফেসবুক অনলাইনে ছড়িয়ে ভাইরাল হয়ে আলোচনা সমালোচনায় উঠেছে,যা গানটি দেখার অপেক্ষায় রয়েছেন বক্তরা।ইউটিবে না বুঝিয়া কেনো বন্ধুর প্রেমে পরিলাম অথবা “সিলেটের ইত্যাদি”লিখে সার্চ করেলেই গানটি আসবে।

https://www.youtube.com/watch?v=lzXttbUDfaw

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

June 2018
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ খবর

………………………..