সিলেট ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, জুন ১০, ২০১৮
ডেস্ক নিউজ :: গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির অন্যতম উপদেষ্টা বিশিষ্ট সমাজ সেবক ও কমিউনিটি নেতা আহমদ আলী বলেছেন ভীনদেশে আর কোন প্রবাসীকে অসহায়ত্ববোধ করতে হবে না। নতুন কোন প্রবাসী বিশ্বের যেকোন প্রান্তে অবস্থানরত করলে তার সকল সহযোগিতায় গোয়াইনঘাট উপজেলার সকল প্রবাসীদের কথা বলার প্রত্যয় দীপ্ত সংগঠন গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ আজ প্রতিজ্ঞাবদ্ব। আমরা চাই না আমাদের আর কোন ভাই বিদেশের মাটিতে আমাদের কমিউনিকেশন এর বাহিরে থাকুক। পাশাপাশি বিদেশে গমনের ক্ষেত্রেও বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের পরামর্শ নেওয়ার ও আহব্বান জানান তিনি। তিনি সাম্প্রতিক গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ সৌদি আরব শাখা আয়োজিত জেদ্দা নগরীর হামাদানিয়া কমিউনিটি সেন্টারে গোয়াইনঘাটের প্রায় হাজারো প্রবাসীদের উপস্থিতিতে সৌদি আরবে নিহত শাহ আলম এর স্মরণে দোয়া মাহফিল, রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ সৌদি আরব শাখার সভাপতি হাফিজ হেলাল আহমদ এর সভাপতিত্বে সেক্রেটারি মারুফ আল মাহবুব ও সহকারী সেক্রেটারি নাজমুল ইসলাম এর যৌথ পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা আব্দুল গফুর বলেন আজ এসকল প্রবাসীদের উপস্থিতিতে সত্যিই আমি মুগ্ধ, এটা সৌদি আরবে এ প্রথম লোকসমাগম। আমি জেদ্দায় লিফ্ট দুর্ঘটনায় নিহত শাহ আলম এর আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাহার মাথা পিতা ও আত্মীয় স্বজন কে যেন আল্লাহ ধৈর্য্য ধারন করার তৌফিক দান করেন আমীন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন শাখার অন্যতম উপদেষ্টা আব্দুল আহাদ, বিশেষ অতিথি ও কেন্দ্রীয় কমিটির পক্ষে বক্তব্য রাখেন সৌদি আরব শাখার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক নিয়াজ মুর্শেদ।এতে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশ এর সভাপতি রোটারিয়ান জয়নুল হক, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সৌদি আরব শাখার উপদেষ্টা ইমাম উদ্দিন, সমীর উদ্দিন, মোহাম্মদ আলী, আব্দুল মুতালিব, মুজাম্মিল আলী, রফি উদ্দিন, আরো বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোম্পানিগন্জ প্রবাসী পরিষদের সহ সভাপতি সালেহ আহমদ, কমিউনিটি নেতা কয়েস আহমদ, জয়নাল আবেদীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শাখার সহ সভাপতি জঈন উদ্দিন বাচ্চু, খলিলুর রহমান, প্রচার সম্পাদক রইছ উদ্দিন, মাওলানা ফয়েজ আহমদ, পাবেল আহমদ, জুনেদ আহমদ, জাহাঙ্গীর আলম, জাকারিয়া আহমদ, রুবেল আহমদ। সভায় নিহত শাহ আলম এর মাগফিরাত কামনায় মুনাজাত পরিবেশ করেন সংগঠনের সৌদি আরব শাখার সহ সভাপতি জনাব হেলাল আহমদ। এতে ভিডিও কনফারেন্স আলোচনায় অংশ নেন গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি ও বিশিষ্ট কমিউনিটি নেতা যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব হাফেজ আব্দুল মুবিন। এদিকে সমাবেশে সফল ও স্বার্থক করায় সৌদি আরব শাখার সকল নেতৃবৃন্দ কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন গোয়াইনঘাট প্রবাসী পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি জনাব আব্দুল্লাহ মেম্বার, ছদরুল ইসলাম, জহির উদ্দিন, সেক্রেটারি জেনারেল এম নাসির উদ্দিন,সহ সেক্রেটারি জেনারেল এম এ মান্নান, আনিস রহমান, আমির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আহমদ পারভেজ, অর্থ সম্পাদক হানিফ উদ্দিন, প্রচার সম্পাদক আতিকুর রহমান আতিক সহ গোয়াইনঘাট প্রবাসী পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd