সিলেট ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, জুন ৮, ২০১৮
সুনামগঞ্জ প্রতিনিধি :: র্যাব-৯ সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্পের টহল দল ইউপি সদস্যের ছেলে সহ তিন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।’ গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ৫২৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।’
বৃহস্পতিবার আলামত সহ গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।’
র্যাব-৯’র অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মো. মনিরুজ্জামান শুক্রবার জানান, সিপিসি-৩, র্যাব সুনামগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার ফয়সল আহমদের জেলার সদর উপজেলার রাধানগর পয়েন্ট থেকে বুধবার রাতে ৩২০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াসিন (২৮) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করে।’
গ্রেফতারকৃত ইয়াসিন ছাতক উপজেলার রায়সন্তোষপুর গ্রামের-মৃত মহিবুর রহমানের ছেলে।’
অপরদিকে একই দিন দুপুরে লে. কমান্ডার ফয়সাল আহমদের নেতৃত্বে র্যাবের পৃথক অভিযানে সদর উপজেলার পুরাতন গুদিগাঁও গ্রাম থেকে ২০৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ দু’ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।’
গ্রেফতারকৃতরা হল, সদর উপজেলার পুরাতন গুদিগাঁও গ্রামের ইউপি সদস্য আবদুল লতিফের ছেলে সেলিম মিয়া (২৫) একই উপজেলার উড়ারকান্দি গ্রামের হাজি ছমির উদ্দিনের ছেলে মিরাজুল ইসলাম (২৪)।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd