‘লিডারশীপ এ্যাওয়ার্ড’ পেলেন কাউন্সিলর সিকন্দর আলী

প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ণ, জুন ৮, ২০১৮

‘লিডারশীপ এ্যাওয়ার্ড’ পেলেন কাউন্সিলর সিকন্দর আলী

সিলেট :: ‘লিডারশীপ এ্যাওয়ার্ড’ পেয়েছেন সিলেট সিটি করপোরেশনের পরপর তিন বারের জনপ্রিয় কাউন্সিলর মো. সিকন্দর আলী। সম্প্রতি ঢাকায় এক অনাঢ়ম্বপূর্ণ অনুষ্টানের মাধ্যমে কাউন্সিলর সিকন্দর আলীর হাতে এ পুরস্কার তুলে দেন অনুষ্টানের প্রধান অতিথি বিচারপতি মো. আব্দুস সালাম মামুন।

পুরস্কার গ্রহনের পর সিকন্দর আলী সেটি তার ওয়ার্ডবাসীর প্রতি উৎস্বর্গ করেছেন। বলেছেন- এই ওয়ার্ডের জনগনের ভোটে নির্বাচিত হওয়ার কারনে তিনি এই সম্মাননা পেয়েছেন।

শিক্ষা-সাংস্কৃতিক ও যুব কল্যান সংগঠন বাংলাদেশ মেধা বিকাশ সোসাইটি প্রতি বছর সমাজের বিভিন্ন অবদান রাখায় দেশের গুনীজনকের এ্যাওয়ার্ড প্রদান করে থাকে। এবার সেরা লিডারশীপ এ্যাওয়ার্ড ক্যাটাগরীতে মনোনয়ন পান সিলেট সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের পরপর তিন বারের জনপ্রিয় কাউন্সিলর সিকন্দর আলী। গত বুধবার ঢাকার একটি অভিজাত হোটেলে হলরুমে জমকালো অনুষ্টানের মাধ্যমে কাউন্সিলর সিকন্দর আলীর হাতে এ পুরস্কার তুলে দেন অতিথিরা।
পুরস্কার গ্রহনের পর কাউন্সিলর সিকন্দর আলী তার প্রতিক্রীয়ার বলেন- ‘এ অর্জন তার নয়। এ অর্জন গোটা ১২ নম্বর ওয়ার্ডবাসীর। সুতরাং জনগনের সেবায় তিনি আজীবন কাজ করতে চান। জনসেবার মাধ্যমে মানুষের মুখে হাসি ফুটিয়ে তোলার মতো মহৎ কাজ আর কিছুই নেই।’

অনুষ্টানে বিশেষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন। আর অনুষ্টানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা ও গাজীপুর জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারন সম্পাদক এডভোকেট এমরান হোসেন।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

June 2018
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ খবর

………………………..