সিলেট ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:৩২ পূর্বাহ্ণ, জুন ৭, ২০১৮
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ভারতীয় তীরের মূল হোতা কে এই বাবুল ঘোষ? বাবুল ঘোষ উপজেলার ঠাকুর বাড়ীর বাটুল ঘোষের ছেলে সে গোয়াইনঘাট সহ গোটা সিলেট শহরের আনাচে কানাচে ১৯ অক্টোবর ২০১৪ থেকে শুরু করে এখন সর্বত্র বিরাজ করেছে ভারতীয় তীর। সেই তীরের মূলহোত কে পুলিশ খোজছে কিন্তু কে এই লোক এখনো তাকে চিনতে পারেনি পুলিশ।
বাবুল ঘোষ বর্তমানে সিলেট শহরতলী এয়ারপোর্ট এলাকার বাসিন্ধা। এয়ারপোর্ট থেকে শুরু করে নগরীর তালতলা পর্যন্ত তার নেতৃত্বে চলছে ভারতীয় তীর। এর সাথে জড়িত একটি মহল তারা হলেন গোয়াইনঘাট উপজেলার একই এলাকার আনয়ার,তাজউদ্দিন,চিড়োয়া বাবুলসহ একটি গ্রপ মিলিত হয়ে মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। তারা এখন জিরু থেকে হিরু হয়ে কেউ কোটি পতি কেই লাখপতি। ইতি পূর্বে এদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ কারর সাহস পায়নি। কারন গোয়াইনঘাট থানার সাবেক ওসি দোলোয়ার হোসেন ছিলেন এই গুপের রক্ষাকর্তা।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে গোয়াইনঘাট থানার নবাগত আব্দুল জলিল সহ প্রশাসনের উর্ধতন কতৃপক্ষের কাছে নিকট সুদৃষ্টি কামনা করেছেন গোয়াইনঘাট এলাকার ও সিলেট নগরীর শান্তিকামী জনসাধারণ।
সংবাদটি চলমান রয়েছে——
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd