সিলেট ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:৩৩ পূর্বাহ্ণ, জুন ৭, ২০১৮
স্টাফ রিপোর্টার :: সিলেটের এয়ারপোর্ট থানার ধুপাগুল বাজার থেকে ইয়াবাসহ ২ জনকে আটক করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে ২১০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটর সাইকেল জব্দ করা হয়।
গতকাল মঙ্গলবার র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, স্পেশাল কোম্পানী সিলেট ক্যাম্পের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হল- কোম্পানীগঞ্জের রামনগর গ্রামের মো. ফুল মিয়ার ছেলে সো. জুয়েল আহমদ (২২) ও একই থানার টুকের গাঁও গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মো. সুমন আহমদ (২২)।
র্যাব ৯ এর সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানিয়ে বলেন, তাদেরকে এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd