সিলেট ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, জুন ৬, ২০১৮
জকিগঞ্জ প্রতিনিধি :: জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নামর আলী (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সে উপজেলার রসুলপুর গ্রামের মৃত তবই আলীর ছেলে। গত বুধবার (০৬ জুন) সকালে নামর আলী বাড়ির ক্ষেতের কাজে গেলে মাটিতে ঝুলে থাকা একটি বৈদ্যুতিক লাইন সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
প্রতিবেশী ময়নুল ইসলাম চৌধুরী আব্বাস জানান, বাড়ি থেকে অনেক দূরে ক্ষেতের জমিতে বৈদ্যুতিক লাইনটি দীর্ঘদিন থেকে ঝুলে ছিল। ভোরে নামর আলী তার জমির উপরে পড়ে থাকা বৈদ্যুতিক লাইন সরাতে গেলে ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার বিষয়টি জকিগঞ্জ বিদ্যুৎ অফিসকে অবহিত করা হয়েছে। জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান হাওলাদার জানান- খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এদিকে এলাকাবাসী এ ঘটনাটি বিদ্যুৎ বিভাগের অবহেলার কারণে ঘটেছে উল্লেখ করা তারা বিদ্যুৎ বিভাগের কাছে এই দরিদ্র পরিবারটির ক্ষতিপূরণ দাবি করেছেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd