সৌদি আরবে দুর্ঘটনায় গোয়াইনঘাটের আলম নিহত

প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, জুন ২, ২০১৮

সৌদি আরবে দুর্ঘটনায় গোয়াইনঘাটের আলম নিহত

গোয়াইনঘাট প্রতিনিধি :: সৌদি আরবে দুর্ঘটনায় এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি সিলেটের গোয়াইনঘাট উপজেলার কোওর বাজার (পরবল্লী) গ্রামের বাসিন্দা নাছির মিয়ার ছেলে আলম মিয়া (২৫)। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ৪ ভাই ও ৩ বোনের মধ্যে আলম ছিল সবার বড়। পারিবারের বড় ছেলে হিসেবে সংসারের স্বচ্ছলতা বৃদ্ধির লক্ষে গত কয়েক মাস পূর্বে ভিসার মাধ্যমে জীবিকার সন্ধানে সৌদি আরবে পাড়ি দেন আলম। সৌদি আরবের জেদ্দায় একটি কোম্পানীতে ভবনের নির্মাণ শ্রমিকের কাজও পেয়ে যান তিনি। সেখানে কর্মরত অবস্থায় গত শুক্রবার রাতে ভুলবশত নির্মাণাধীন ভবনটির অকেজো একটি লিফটে উঠে পড়েন আলম। সাথে সাথেই লিফটটি ছিটকে নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য আব্দুস শুক্কুর ও নিহত আলমের মামা রফিক মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এ দিকে আলম এর অকাল মুত্যুুতে তার বাড়ি ও এলাকায় চলছে শোকের মাতম। লাশের অপেক্ষায় প্রহর গুণছেন স্বজনরা।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

June 2018
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ খবর

………………………..