সিলেট ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, জুন ২, ২০১৮
সিলেট :: হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশন আয়োজিত লামিছা ফ্রোজেন ফুড উন্মুক্ত টেবিল টেনিস প্রতিযোগিতার ফাইনাল খেলার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার নগরীর ৪নং ওয়ার্ডের কাউন্সিলর অফিসে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ও কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী।
এসময় উপস্থিত ছিলেন লামিছা ফ্রোজেন ফুড ডিস্ট্রিবিশনের সিও ওমর মওদুদ, সমাজসেবী আলমগীর হোসেন, হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের সভাপতি ওমর মাহবুব, শিকদার হোসেন আরিফ, মুর্শেদ আহমদ চৌধুরী, সাবা চৌধুরী, আশিকুল জান্নাত ফেরদৌস, সাঈদ আহমদ রকি, জাহিদ হাসান পাভেল, আহমদ মাকিন, নওফেল চৌধুরী, ফাহিমদ, অয়ন, সদমান, শাহীন, তাহসিন মলিক চৌধুরী। খেলায় দ্বৈত চ্যাম্পিয়ন হন এডভোকেট মোহাম্মদ ইউসুফ খান, অলি হায়দার ফারুক ও রানার্স আপ হন এডভোকেট সাইদুর রহমান, এডভোকেট মুজিবুল হক জাবেদ। একক চ্যাম্পিয়ন হন ওমর মাহবুব ও রানার্স আপ এডভোকেট মোহাম্মদ রব নেওয়াজ রানান। সফল আয়োজক মাকিন আহমেদ ও জাহিদ হাসান পাভেল।- বিজ্ঞপ্তি
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd