সিলেট ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, মে ৩১, ২০১৮
অনলাইন ডেস্ক : সিলেটের গোলাপগঞ্জে সনাতন হিন্দু ধর্মীয় এক কীর্ত্তনীকে প্রাণ নাশের হুমকি দেওয়া হয়েছে। নানা অপপ্রচার চালানো হচ্ছে তার বিরুদ্ধে। নিরাপত্তা চেয়ে তিনি বুধবার (৩০ মে) গোলাপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।
জানা গেছে, গোলাপগঞ্জ থানার ঢাকা দক্ষিণ ইউনিয়নের খর্দ্দাপাড়া পাওন গ্রামের প্রয়াত হরেন্দ্র রুদ্র পালের পুত্র সিটন রুদ্র পাল বাংলাদেশ সনাতন কল্যাণ সোসাইটি গোলাপগঞ্জ শাখার আহ্বায়ক। পেশায় তিনি সনাতন ধর্মীয় একজন কীর্ত্তনী। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পিযুষ কান্তি দাশ তালুকদার (বাগবাড়ি), আবু জিহাদ ও রিংকু কান্তি দাস নামীয় ফেইসবুক আইডি থেকে তার বিরুদ্ধে মানহানীকর অপপ্রচার চালানো হয়। পাশাপাশি বুধবার (৩০ মে’১৮) বেলা আড়াইটার দিকে সিটন রুদ্র পালের ০১৭৩৭-২৩২৩৯১ মোবাইল নাম্বারে ০১৭৪৪৫২৪২৯৯ নম্বর থেকে ফোনে তাকে প্রাণ নাশের হুমকি দেওয়া হয়। নানা অপপ্রচার ও হুমকি ধমকিতে ভীতসন্ত্রস্ত্র সিটন রুদ্র পাল যানমালের নিরাপত্তা চেয়ে ৩০ মে বুধবার গোলাপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেন। পুলিশ হুমকি দাতা সহ অপপ্রচারকারীদের খুঁজছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd