সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, মে ৩০, ২০১৮
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের তাহিরপুরে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল এক শিশু কন্যার। নিহতের নাম তাইবা আক্তার (৩)।’ সে উপজেলার বাদাঘাট উওর ইউনিয়নের গড়তাটি গ্রামের লাল মিয়ার মেয়ে।’
উপজেলার গড়কাটি গ্রামের পাশ্ববর্তী একটি পুকুর থেকে মঙ্গলবার সন্ধায় শিশু কন্যা তাইবার লাশ উদ্ধার করা হয়।’
নিহত শিশুর পারীবারিক ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার গড়কাটি গ্রামের পার্শ্ববর্তী একটি পুকুরে নিজ কন্যা সন্তানকে নিয়ে মঙ্গলবার বিকালে গোসল করতে যান লাল মিয়ার স্ত্রী।’ পুকুর ঘাটে শিশু কন্যাকে বসিয়ে মা গোসলে নামলে শিশু কন্যা তাইবা মায়ের অগোচরে এক ফাঁকে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়।’ এদিকে গোসল সেরে তীরে তাইবার মা তাইবাকে পুকুর ঘাটে দেখতে না পেয়ে চিৎকার করলে পরিবারের অন্য লোকজন ও স্বজনারা এসে খোঁজাখুজির পর সন্ধায় পুকুর থেকে তাইবার ভাসমান লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে যান।’
তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আমির উদ্দিন পুকুরে ডুবে শিশু কন্যা তাইবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd