বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে অসুস্থ কলেজছাত্রী রোজিনা বেগম ও শিশু রাব্বীকে বাংলাদেশ এসোসিয়েশন সুইন্ডন ইউকে’র পক্ষ থেকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। বিশ্বনাথ প্রেসক্লাবের ব্যবস্থাপনায় মঙ্গলবার (২৯মে) দুপুরে আনুষ্ঠানিকভাবে কলেজছাত্রী রোজিনা বেগম ও শিশু রাব্বীর হাতে অনুদানের টাকা তুলে দেওয়া হয়।
প্রেসক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ এসোসিয়েশন সুইন্ডন ইউকে’র ট্রাষ্টী, সমাজসেবক ও যুক্তরাজ্য প্রবাসী সমুজ আলী। শুরুতে কোরআন তিলাওয়াত করেন প্রেসক্লাবের সদস্য জামাল মিয়া ও স্বাগত বক্তব্য রাখেন সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের।
এসময় উপস্থিত ছিলেন- ইউপি সদস্য ইরন মিয়া, সাবেক ইউপি সদস্য আব্দুস ছোবহান, শিক্ষানুরাগী মাওলানা আব্দুল মতিন, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সদস্য নূর উদ্দিন, মো. আবুল কাশেম প্রমুখ।
Sharing is caring!