সিলেট ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, মে ৩০, ২০১৮
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলংয়ে অসহায় দুস্থদের মধ্যে সরকারের বিশেষ বরাদ্ধের ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দরিদ্রদের মাঝে চাল বিতরণ করেন, স্থানীয় সংসদ সদস্য ও সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ।
অনুষ্ঠানে ইউনিয়নের হত দরিদ্র ৬ হাজার ৪শ পরিবারের মাঝে ১০কেজি করে মোট ৬৪ মেঃ টন ভিজিএফ’র চাল বিতরণ করা করা হয়।
এ সময় পূর্ব জাফলং ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, গোয়াইনঘাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, জাফলং ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মিনহাজুর রহমান, ইউপি সচিব কামরুজ্জামানসহ ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd