ক্রাইম সিলেট ডেস্ক : বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জ শরীফ উদ্দিন সড়কের বড় ঝিংড়ীর ব্রীজ এলাকায় ১১টি ইজিবাইকে (টমটম) গণডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা যাত্রীদের মারধোর করে নগদ লক্ষাধিক টাকা ও ৪০টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে।
ডাকাতির শিকার টমটম চালক আব্দুল হাই, আবিদ মিয়া ও রুবেল মিয়া জানান, রাত ৯টার দিকে আজমিরীগঞ্জের জলসুখা থেকে যাত্রী নিয়ে বানিয়াচং আসার পথে একটি টিমটম বড় ঝিংড়ীর ব্রীজে উঠলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা ১০/১২ জন মুখোশধারী ডাকাত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে টমটমটি আটক করে। এসময় ডাকাতরা যাত্রীদের মারধোর করে এবং তাদের হাতে থাকা মোবাইল ফোনসহ নগদ টাকা লুট করে নেয়। এ সময় ডাকাতরা তাদের আটক করে রাখে। পরবর্তীতে এ সড়কে যাতায়াতকারী আরো ১০টি টমটমে গণডাকাতি করে ডাকাতরা। টমটম চালক আব্দুল হাই আরো জানান, ডাকাতরা ১১টি টমটমের যাত্রীদের কাছ থেকে নগদ লক্ষাধিক টাকা ও ৪০টি মোবাইল ফোন দিয়ে গেছে। চালকরা অভিযোগ করেন প্রতিদিন রাতে এ রোডে পুলিশ নিরাপত্তার দায়িত্ব পালন করলেও গতকাল রাতে পুলিশ ছিল না। পুলিশ থাকলে হয়তো ডাকাতির ঘটনা ঘটতো না। তবে ডাকাতদের হাতে কেউ বড় ধরণের আঘাতপ্রাপ্ত হননি। এ ব্যাপারে বানিয়াচঙ্গ থানার ওসি মোজাম্মেল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
ডাকাতির শিকার টমটম চালক আব্দুল হাই, আবিদ মিয়া ও রুবেল মিয়া জানান, রাত ৯টার দিকে আজমিরীগঞ্জের জলসুখা থেকে যাত্রী নিয়ে বানিয়াচং আসার পথে একটি টিমটম বড় ঝিংড়ীর ব্রীজে উঠলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা ১০/১২ জন মুখোশধারী ডাকাত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে টমটমটি আটক করে। এসময় ডাকাতরা যাত্রীদের মারধোর করে এবং তাদের হাতে থাকা মোবাইল ফোনসহ নগদ টাকা লুট করে নেয়। এ সময় ডাকাতরা তাদের আটক করে রাখে। পরবর্তীতে এ সড়কে যাতায়াতকারী আরো ১০টি টমটমে গণডাকাতি করে ডাকাতরা। টমটম চালক আব্দুল হাই আরো জানান, ডাকাতরা ১১টি টমটমের যাত্রীদের কাছ থেকে নগদ লক্ষাধিক টাকা ও ৪০টি মোবাইল ফোন দিয়ে গেছে। চালকরা অভিযোগ করেন প্রতিদিন রাতে এ রোডে পুলিশ নিরাপত্তার দায়িত্ব পালন করলেও গতকাল রাতে পুলিশ ছিল না। পুলিশ থাকলে হয়তো ডাকাতির ঘটনা ঘটতো না। তবে ডাকাতদের হাতে কেউ বড় ধরণের আঘাতপ্রাপ্ত হননি। এ ব্যাপারে বানিয়াচঙ্গ থানার ওসি মোজাম্মেল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।