দেশের জনগন বেগম জিয়ার মুক্তি চায় : মেয়র আরিফুল হক চৌধুরী

প্রকাশিত: ১০:৩৪ অপরাহ্ণ, মে ২৯, ২০১৮

দেশের জনগন বেগম জিয়ার মুক্তি চায় : মেয়র আরিফুল হক চৌধুরী

সিলেট :: ইসলামী ঐক্যজোট সিলেট জেলা ও মহানগরের যৌথ উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ২০ দলীয় জোটের শীর্ষ নেতা ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও নেজামে ইসলাম পার্টির সভাপতি এডভোকেট মাওলানা আব্দুর রকিব বলেন আত্মত্যাগ এবং রমজানের সিয়াম সাধনার এ মাসে দেশের সকল ইসলামী মূল্যবোধে বিশ্বাসী রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে গণতান্ত্রিক আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে। সফল রাষ্ট্র নায়ক শহিদ জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ও ইসলামী রাজনীতি পুনঃ প্রবর্তন করে দেশের সার্বভৌমত্ব অক্ষুন্ন রেখে দেশের বিধ্বস্ত অর্থনীতি পুনঃগঠন করেছিলেন বিধায় তাকে আজ সমগ্র জাতি শ্রদ্ধাভরে স্মরণ করে। এডভোকেট রকিব বলেন জিয়ার আদর্শ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে বিচ্ছুত করতে ব্যর্থ হয়ে তাদের বিরুদ্ধে মিথ্যা ও সাজানো মামলা দিয়ে পবিত্র বিচার বিভাগকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে দেশ ও জাতিকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তিনি আরো বলেন প্রভাবমুক্ত বিচার ব্যবস্থা নিরপক্ষ ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন জনগনের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সকল গণতান্ত্রিক দল ও দেশের সম্মানিত উলামা-মাশায়েখগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

প্রধান বক্তার বক্তব্যে সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ৫ ফেব্র“য়ারি হযরত শাহজালাল (রঃ) এর মাজার জিয়ারত করে ঢাকায় যাওয়ার পর ৮ ফেব্র“য়ারি একটি মিথ্যা মামলায় সাজা দিয়ে একটি পরিত্যাক্ত বাড়িতে জেলে রেখে সরকার অমানবিক আচরণ করছে। সিলেট থেকে বেগম জিয়ার মুক্তির জন্য দূর্বার গণআন্দোলন গড়ে তুলতে হবে। গতকাল ২৯ মে মঙ্গলবার বিকেলে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে ইসলামী ঐক্যজোট নগর সভাপতি প্রিন্সিপাল মাওলানা জহুরুল হক এর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী মাওলানা রফিক বিন সিকান্দার এবং নগর সেক্রেটারী হাফিজ আব্দুল মালিকের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি দিলদার হোসেন সেলিম, দক্ষিণ জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল হক জালালাবাদী, জেলা বারের সভাপতি এডভোকেট মোঃ লালা, জমিয়তের যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি মাওলানা রশিদ আহমদ, যুক্তরাষ্ট্র প্রবাসী নেছারুল হক চৌধুরী মোস্তান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবি সংগঠনের সভাপতি ডাঃ শামিমুর রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি এম.এ মছব্বির, উপদেষ্টা এম সিরাজুল ইসলাম, মহিউস সুন্নাহ চৌধুরী নার্গিস, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর জামায়াতের সেক্রেটারী মাওলানা সুহেল আহমদ, লেবার পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ, বিজিপি জেলা আহবায়ক মুজাম্মিল হোসেন লিটন, জাগপার সহ-সাংগঠনিক সম্পাদক শাহ্জাহান আহমদ লিটন, জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আশফাক আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস মহানগর সহ-সভাপতি গাজী রহমত উল্লাহ, জমিয়তে উলামায়ের ইসলামের মহানগর সহ-সভাপতি প্রিন্সিপাল মাহমুদুল হাসান, আল ইসলাহ কেন্দ্রীয় পরিষদের সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান, ইসলামী ঐক্যজোট জেলা সভাপতি আলহাজ্ব হাফিজ মাওলানা নওফল আহমদ, সহ-সভাপতি মাওলানা সালেহ আহমদ, মাওলানা খলিলুর রহমান, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সৈয়দ মঈন উদ্দিন সুহেল, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক, ইসলামী ঐক্যজোট নেতা ইলিয়াস বিন রিয়াসত, জাহির উদ্দিন, মহানগর সহ-সভাপতি মাওলানা মোজাম্মিল হোসাইন, মাওলানা আ.ফ.ম. কামাল চৌধুরী, যুগ্ম সম্পাদক হাফিজ মাওলানা মুহিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা মনিরুজ্জামান, মাওলানা আব্দুল জলিল, অফিস সম্পাদক মাওলানা হাসান আহমদ, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মাহবুবুল হক চৌধুরী, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট উবায়দুর রহমান ফাহমি, মহানগর পেশাজীবি সংগঠনের দপ্তর সম্পাদক সৈয়দ রেজাউল করিম আলো, সেতু বন্ধন সামাজিক সংগঠনের সভাপতি কামাল আহমদ, সেক্রেটারী আক্তার হোসাইন, মহানগর ছাত্রদল নেতা রফিকুজ্জামান রফিক, সাংবাদিক দেওয়ান মুক্তাদির গাজী, ইসলামী ঐক্যজোট নেতা মাওলানা মোশাহিদ আলী, মাওলানা আব্দুল হাফিজ রাজু এছাড়া ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন ২০ দলীয় জোটের শরীক বিএনপি- জামায়াত- জমিয়ত- খেলাফত- লেবারপার্টি- বিজিপি- জেপি- জাগপার সহ জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। ইফতার পূর্ব বেগম জিয়ার মুক্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন ইসলামী ঐক্যজোট জেলা সভাপতি আলহাজ্ব হাফিজ মাওলানা নওফল আহমদ।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

May 2018
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ খবর

………………………..