সিলেট ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, মে ২৯, ২০১৮
তাহিরপুর প্রতিনিধি :: সুনামগঞ্জের তাহিরপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানে সোমবার মধ্যরাতে থানা পুলিশ ও র্যাব-৯ সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্পের টহল দল পৃথক অভিযান চালিয়ে বিদেশী মদ ও ইয়াবা সহ ৫ মাদক কারবারীকে গ্রেফতার করেছে।’
গ্রেফতার কৃতরা হল ,উপজেলার বারহার গ্রামের মৃত আবদুল মজিদের ছেলে দুলাল মিয়া, দুধের আউটা গ্রামের আবদুর রশীদের ছেলে আশিকুল, বড়ছড়া শুল্ক ষ্টেশনের মৃত মরম আলীর ছেলে সুরুজ আলী। গ্রেফতারকৃত দুলালের নিকট থেকে ৬৫ পিস ইয়াবা ট্যাবঔেঁ ও আশিকুলের নিকট থেকে ৩ বোতল বিদেশী মদ জব্দ করা হয়।’
অপরদিকে র্যাব-৯সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্পের টহল দল সোমবার রাতে উপজেলার লাউড়েরগড় এলাকা থেকে বাদাঘাটের দিঘিরপাড় গ্রামের আবদুল হাসিমের ছেলে নুরুজ্জামান মিয়া ও একই গ্রামের মারফত আলীর ছেলে দিপুকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের নিকট থেকে ২৬৫ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি চোরাই প্লাটিনা ১’শ সিসি মোটর সাইকেল জব্দ করা হয়েছে।’
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd