দোয়ারা বাজার প্রতিনিধি :: সুনামগঞ্জ -৫ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী, জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক শামীম আহমদ চৌধুরী বলছেন, অবহেলিত ছাতক-দোয়ারায় বৈপ্লবিক পরিবর্তন আনতে চাই। কতিপয় ব্যক্তির লুটপাটের কারণে ছাতক ও দোয়ারাবাজারের জনসাধারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে। দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। রবিবার দোয়ারাবাজার সদর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুক্তিযুদ্ধের সংগঠক দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান এ কে এম আছকির মিয়ার সভাপতিত্বে এবং দোয়ারাবাজার উপজেলা যুবলীগ নেতা যুবরাজ আহমদের পরিচালনায় সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা শামীম আহমদ চৌধুরী আরো বলেন, ছাতক-দোয়ারার মানুষের সেবা করার জন্য রাজনীতিতে এসেছি। সবার সহযোগিতা ও ভালোবাসা নিয়ে কাজ করে যেতে চাই। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য আমিনুল ইসলাম সেলিম, দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক শামীমুল ইসলাম শামীম, ছাতক উপজেলা আওয়ামীলীগ নেতা জয়নাল আবেদীন তালুকদার, দোয়ারাবাজার উপজেলা সেচ্ছাসেবকলীগের আহবায়ক জহিরুল ইসলাম জহির, ছাতক সদর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নোয়ারাই ইউপি চেয়ারম্যান দেওয়ান আব্দুল খালিক রাজা, সুরমা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সফিকুল ইসলাম(আর্মি), দোয়ারাবাজার সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, বাংলাবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাঃ আব্দুস সামাদ, নরসিংপুর ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আব্দুর রশীদ তালুকদার, উপজেলা যুবলীগ নেতা এম এ আবুল হোসেন, কবির আহমদ, মিয়া হোসেন, দোয়ারাবাজার উপজেলা ছাত্রলীগ নেতা আইনুল হক, রুবেল আহমদ, আব্দুল মুকিত আকাশ, আপন আহমদ, আওয়ামীলীগ নেতা ফজল মিয়া, শেখ চান মেম্বার, রমজান আলী, সোহেল আহমদ, আয়নুল, প্রমুখ। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা ছাত্রলীগ সভাপতি জাহাঙ্গীর আলম। পরে ইফতার পূর্ব মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা আব্দুল মজিদ।