সিলেট ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, মে ২৭, ২০১৮
বিষয়টি অনেকেই খেলার অংশ হিসেবে দেখলেও বড্ড নাখোশ লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। তার মতে, সালাহকে করা রামোসের ফাউলটি ছিল অনেকটা রেসলিং খেলার মতো।
শনিবার রাতে ইউক্রেনের কিয়েভে ফাইনালি লড়াইয়ে মুখোমুখি হয় রিয়াল-লিভারপুল। ম্যাচের ২৫ মিনিটে সালাহকে ভয়াবহ ট্যাকল করেন রামোস। এতে ব্যথায় কাতরাতে থাকেন মিসরীয় ফরোয়ার্ড। মাঠে এসেই তাকে চিকিৎসা দেন ফিজিও। তবে তাতেও কাজ হয়নি। এক পর্যায়ে ময়দান ত্যাগ করতে হন সালাহ। শেষ স্প্যানিশ জায়ান্টদের কাছে ৩-১ গোলে হেরে শিরোপা খোয়াতে হয় ইংলিশ ক্লাবটিকে।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ক্লপ বলেন, রিয়াল মাদ্রিদকে অভিনন্দন। মাথায় রাখতে হবে চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছে তারা। তাদের অবশ্যই সাধুবাদ জানাতে হবে।
এরপরই সালাহকে করা রামোসের ট্যাকল প্রসঙ্গ টেনে আনেন তিনি, সেটি অবশ্যই গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল। এখন তা নিয়ে বললে হয়তো অনেকেই বলবেন ম্যাচ হেরেছি তাই বলছি। তবে ধ্রুব সত্য হল- ট্যাকলটা বাজে ছিল। অনেকটা রেসলিং খেলার মতো। দুর্ভাগ্য যে আমাদের গোলমেশিন কাঁধে চোট পেয়েছে।
লিভারপুলকে হারিয়ে ইউরোপসেরা টুর্নামেন্টের আধুনিক সংষ্করণে টানা তিনবার শিরোপা জয়ের কীর্তি গড়েছে রিয়াল। দলের এ কীর্তির পথে অনন্য রেকর্ড গড়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। প্রথম কোনো খেলোয়াড় হিসেবে পাঁচবার করে ব্যালন ডিঅর ও মর্যাদার লিগটির শিরোপায় চুম আঁকার সৌভাগ্য হয়েছে তার।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd