সিলেট ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, মে ২৭, ২০১৮
ফাহাদ হোসাইন, গোলাপগঞ্জ থেকে : গোলাপগঞ্জের লক্ষণাবন্দে মেঘের কু-লী মাটিতে চলে আসছে বলে জানা গেছে।গত শনিবার বিকাল ৪টার দিকে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের নোয়াইচক গ্রামে এ আশ্চর্যজনক ঘটনাটি ঘটে। এসময় পুরো এলাকাজুড়ে আতংক বিরাজ করে। মেঘের কু-লীটির স্থায়িত্ব ছিল মাত্র দুই মিনিট। এ ধরনের আশ্চর্যজনক ঘটনা পূর্বে উপজেলার কোন এলাকায় ঘটেনে বলে অনেকে জানিয়েছেন। প্রথমে এলাকাবাসী মনে করেছিলেন গ্যাস জাতীয় কিছু হবে। অনেকে মুঠোফোনে মেঘের কু-লীর দৃশ্যটি ধারণ করেন। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে লক্ষণাবন্দ গ্রামের নোয়াইচক গ্রামের দক্ষিন পাশের ক্ষেতের জমিতে আকস্মিক আকাশ থেকে ধোয়ার মত একটি দীর্ঘ কু-লী দেখা যায়। এই দৃশ্য দেখে এলাকার অনেকেই আতংকিত হয়ে পড়েন। স্থানীয়দের অনেকে জানান, মমেঘের কু-লীটি ছিল বাকা চাঁদের মত। সাথে ধমকা হাওয়াও ছিল। মাটিতে পড়ার সাথে সাথে দেড় মিনিটের ভিতরে তা মিলিয়ে যায়। লক্ষণাবন্দ ইউপি চেয়ারম্যান নাছিরুল হক শাহিন জানান, বিষয়টি আমি শুনেছি। মোবাইলে ধারণকৃত ভিডিওটিও আমি দেখেছি। অদ্ভুত একটি ঘটনা এটি। এ ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd