সিলেট ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, মে ২৭, ২০১৮
ফাহাদ হোসাইন, গোলাপগঞ্জ প্রতিনিধি: সপ্তাহব্যাপী মাদক বিরোধী অভিযানে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ উপজেলার বিভিন স্পট থেকে পেশাদার ও তালিকাভুক্ত ৫ মাদক ব্যবসায়ী ও ২ মাদকসেবীকে গ্রেফতার করেছে। এসময় প্রায় সাড়ে ৫শত পিছ ইয়াবা (অ্যামফিটামিনি) ট্যাবলেট ও নগদ টাকা জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (প্রশাসন) এ.কে.এম ফজলুল হক শিবলী ও অফিসার ইনচার্জ (অপারেশন) মোঃ দেলোওয়ার হোসেন সহ সঙ্গীয় ফোর্স। গত ২০ মে থেকে শুরু হওয়া অভিযানে গ্রেফতারকৃতরা হলো মল্লিক মিয়া(৫২) পিতা মস্তকিন আলী গ্রাম সরস্বতী নিজগঞ্জ। তার কাছ থেকে আনুমানিক ১৩ হাজার টাকা মুল্যের ৬৫পিছ ইয়াবা ট্যাবলেট সহ বিক্রয় লব্দ প্রায় আড়াই হাজার টাকা জব্দ করা হয়। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে গোলাপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে (নং ১২ তারিখ ২০ মে ২০১৮)। এছাড়া মল্লিকের বিরুদ্ধে একই আইনে গোলাপগঞ্জ থানায় আরো ৭টি ও বিয়ানীবাজার থানায় ১টি মামলা রয়েছে। ২৩ মে আনুমানিক ২১হাজর টাকা মুল্যের ১০৬ পিছ ইয়াবা ও বিক্রয়লব্দ প্রায় সাড়ে৭শত টাকা সহ ভাদেশ্বর দক্ষিণ ভাগ গ্রামের আতাইর রহমানের ছেলে চুনু মিয়া (৪০)কে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে গোলাপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে (নং ১৫ তারিখ ২৩ মে ২০১৮)। তার বিরুদ্ধে গোলাপগঞ্জ থানায় একই আইনে আরেকটি মামলা রয়েছে। একই দিন আনুমানিক ৪হাজার টাকা মুল্যের ২০পিছ ইয়াবা ট্যাবলেট সহ রনকেলী গ্রামের মৃত মারুফ আলীর ছেলে রাবেল আহমদ ওরফে পিচ্চী রাবেল (২৫)কে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে গোলাপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে মামলা নং ১৬। এছাড়া রাবেলের বিরুদ্ধে জকিগঞ্জ ও গোলাপগঞ্জ থানায় আরো দুটি মামলা রয়েছে। একই তারিখে প্রায় ১লাখ ৫হাজার টাকা মুল্যের ৩৫০ পিছ ইয়াবা সহ জকিগঞ্জ উপজেলার কাদিপুর গ্রামের মৃত সুরফান উদ্দিনের ছেলে মো: বাহার উদ্দিন(৩০) ও একই উপজেলার পিয়াইপুর গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে সাহাব উদ্দিন (৪৫) কে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে গোলাপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে (নং ১৭ তাং ২৩মে২০১৮)।
এদিকে গাজা সেবনের অভিযোগে ২৬ মে স্বন্ধ্যার পর উপজেলার উত্তর ঘোষগাও গ্রামের সুরমান আলীর ছেলে দুদু মিয়া (৩০) ও হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার বানিয়াচং গ্রামের মমিন উল্লাহর ছেলে মোশাইদ উল্লাহ (৩২ কে গ্রেফতার করে পুলিশ। অভিযানের বিষয়ে জানতে চাইলে ২৬ মে রাতে অফিসার ইনচার্জ (প্রশাসন) এ.কে.এম ফজলুল হক শিবলী জানান, সারাদেশে চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে উপজেলার চিহ্নিত ও পেশাদার মাদক ব্যবসায়ীদের ধরতে অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেফতারকৃতদের পৃথক পৃথক মামলায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়া মাদকসেবী দুজনকে আগামীকাল (২৭মে) ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিচার শেষে জেল হাজতে পাঠানো হবে। তিনি আরো জানান মাদক নির্মুলে এ অভিযান অব্যাহত থাকবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd