সিলেট ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, মে ২৬, ২০১৮
স্টাফ রিপোর্টার ::
সিলেটে রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশাহারা হয়ে পড়েছেন গাধারণ মানুষ। বিশেষ করে খেটে খাওয়া মানুষদের জীবন নির্বাহে হিমশিম খেতে হচ্ছে। এক শ্রেণির অগাধু ব্যবগায়ী যানজট আর কৃত্রিম গংকট দেখিয়ে দ্রব্যমূল্য বৃদ্ধি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়ম কিছুটা কমলেও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেমে নেই।
সারজমিন ঘুরে জানা গেছে, সিলেট সিটি কর্পোরেশনের ভিতরে প্রতিটি বাজারে রমজানকে কেন্দ্র করে দ্রব্যমুল্য বৃদ্ধি পেয়েছে। ক্রেতাদের অভিযোগ অগাধু সিন্ডিকেটের কারণে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে।
ফলে তার প্রভাব জনগণের ওপর পড়ছে। বাজারে বর্তমানে শগা প্রতি কেজি ৩০ টাকার পরিবর্তে ৮০ টাকা, বেগুন প্রতি কেজি ২০ টাকার পরিবর্তে ৭০ টাকা, ঢেড়গ প্রতি কেজি ৩০ টাকার পরিবর্তে ৬০ টাকা, চিচিঙ্গা প্রতি কেজি ৩৫ টাকার পরিবর্তে ৬০ টাকা, গিগিঙ্গা প্রতি কেজি ২৫ টাকার পরিবর্তে ৭০ টাকা, কাঁচামরিচ প্রতি কেজি ৪০ টাকার পরিবর্তে ৮০ টাকা, ধনিয়াপাতা প্রতি কেজি ৬০ টাকার পরিবর্তে ২০০ টাকা, টমেটো প্রতি কেজি ৩০ টাকার পরিবর্তে ৭০ টাকা, তেলাপিয়া প্রতি কেজি ১২০ টাকার পরিবর্তে ১৭০ টাকা, পাঙ্গাগ প্রতি কেজি ১১০ টাকার পরিবর্তে ১৫০ টাকা, রুইমাছ প্রতি কেজি ১৫০ টাকার পরিবর্তে ২৮০ টাকা, কাতলা প্রতি কেজি ২০০ টাকার পরিবর্তে ৩৫০ টাকা, ছোলা প্রতি কেজি ৬০ টাকার পরিবর্তে ৮০ টাকা, পেয়াজ প্রতি কেজি ২৫ টাকার পরিবর্তে ৩৫ টাকা, চিনি প্রতি কেজি ৫৫ টাকার পরিবর্তে ৬৫ টাকা ও মুড়ি প্রতি কেজি ৫০ টাকার পরিবর্তে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। রমজানে প্রতিটি জিনিগের মূল্য দ্বিগুণ থেকে তিনগুণ বেড়ে যাওয়ায় হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষের।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd