বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের বেহাল অবস্থা : ঝুঁকি নিয়ে চলাচল

প্রকাশিত: ১:২৭ পূর্বাহ্ণ, মে ২৬, ২০১৮

বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের বেহাল অবস্থা : ঝুঁকি নিয়ে চলাচল
মো. আবুল কাশেম, বিশ্বনাথ প্রতিনিধি  ::
বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কে বিশাল বিশাল গর্ত হয়েছে। গর্ত দিয়েই ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। বিশ্বনাথবাজার থেকে কেউনবাড়িবাজার পর্যন্ত অই সড়কে রয়েছে বেশ কয়েটি গর্ত। প্রায় ১ ফুটের বেশী পরিমানে গভীর গর্তে পানি জমে থাকে সব সময়। প্রায় সময় অই সড়কে ঘটছে ছোট-বড় দূর্ঘটনা। কিন্তু কর্তৃপক্ষ সড়ক সংস্কারে উদ্যোগ না নেয়ার ফলে দিন দিন সড়কে বড় বড় ভাঙ্গন দেখা দিয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক, বাস, লাইটেস, নোহা, অটোরিসকা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে।
ভূক্তভোগীরা সড়কের এমন বিষয়ে জনপ্রতিনিধিদের কাছে বলে ও কোন প্রতিকার পাচ্ছেন না। তারা দ্রুত বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক সংস্কারের জন্য সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়াসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরদাবী জানিয়েছেন।
ভূক্তভোগী শামসুল ইসলাম মোমিন, ফয়ছল আহমদ, কামরুল ইসলাম তুহিন, আনোয়ার হোসেন, আব্দুশ শহিদ, আসাব আলীসহ বেশ কয়েকজন এ প্রতিবেদককে বলেন, এত বড় বড় গর্ত হয়েছে সড়কে তারপরও খবর রাখেননি সংসদ সদস্য। আর কত বড় বড় গর্ত হলে তিনি অই সড়কের খবর রাখবেন আর সংস্কার করবেন। তারা বলেন, প্রায় সময় বিশ্বনাথ-জগ্নাথপুর সড়কে দূর্ঘটনা ঘটে, অনেক যাত্রী প্রাথমিক চিকিৎসা নেন আর সংসদ সদস্যের প্রতি নানা মন্তব্য করেন। তারা জরুরী ভিত্তিতে এবং সংসদ সদস্যের বিশেষ বরাদ্দের মাধ্যমে সড়কের সংস্কার কাজ করার জন্য দাবি জানিয়েছেন।
স্কুল ছাত্র ফাহমিদ বলেন, গর্ত নয় সড়কে ছোট ছোট পুকুরে পরিণত হয়েছে। দ্রুত সংস্কার না হলে সড়কের অবস্থা হবে আরো ভয়াবহ।
বাস চালক আক্তার হোসেন বলেন, প্রায় সময় সড়ক ভাঙ্গার কারণে ছোট-বড় দূর্ঘটনায় পড়তে হয় আমাদেরকে। পাশাপাশি ভাঙ্গা সড়কের কারণে গাড়ির যন্ত্রাংশ নষ্ট হচ্ছে প্রতিনিয়ত।
ট্রাক চালক হোসেন আহমদ বলেন, বেশ কয়েকটা বিশাল গর্ত রয়েছে সড়কে এগুলো ভরাট করে না দিলে যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা। তিনি জরুরী ভিত্তিতে সড়ক সংস্কারের জন্য সরকারের প্রতি জোরদাবী জানিয়েছেন।
অটোরিসকা চালক সফিকুল ইসলাম বলেন, জীবনের ঝুঁকি নিয়ে আমরা গাড়ি চালাই। অনেক সময় গর্তে পড়ে দূর্ঘটনা ঘটছে। গাড়ির যন্ত্রাংশ নষ্ট হচ্ছে প্রতিদিন। জীবন-জীবিকার তাগিদে গাড়ি না চালিয়েও পারিনা তাই গাড়ি চালাই। তিনি জরুরী ভিত্তিতে সড়ক সংস্কার করার জন্য সংসদ সদস্যের প্রতি দাবি জানান।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

May 2018
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ খবর

………………………..