সিলেট ১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:০৭ পূর্বাহ্ণ, মে ২৬, ২০১৮
ডেস্ক নিউজ :: জগন্নাথপুর থানাধীন এলাকার হলিয়ারপাড়া গ্রামের আনজব আলীর পূত্র মুজাহিদ, মিছবাহ বেগম পিয়া ও বিলকিছ বেগম ফাতেমা সহ তিনজনের বিরুদ্ধে ছাতক উপজেলার শিংগুয়া গ্রামের মৃতঃ রফিকুল ইসলাম শাহ এর পূত্র ফকির মোঃ কালাশাহ শুক্রবার রাত সিলেট কতোওয়ালী মডেল থানায় তিনজনকে আসামী করে মামলা দায়ের।
মামলায় উল্লেখ্য করেন কাজীটুলা হিলভিউর বাসায় আমার উপরুক্ত মালামাল আমানত রাখি। এতে আমার আমানত রাখা মালামাল ফেরত চাহিলে তাহারা বিভিন্ন তালবাহানার আশ্রয় নেয়। মালামাল ফেরত দিতে অস্বীকৃতি জানায়। মিছবাহ বেগম পিয়া এর কাছে ফকির মোঃ কালাশাহ ৬০,০০০ ( ষাট হাজার) টাকা পাবেন বলে দাবি করেন। মুজাহিদ আলী তাহাকে বিভিন্ন ভাবে খুনখারাপী, মিথ্যা মামলা মোকদ্দমায় ঢুকাইয়া হেনাস্থা করবে বলে হুমকি দিয়ে থাকেন। গত ২২.০৫.২০১৮ ইং তারিখে দুপুর ১২টায় দুই ফকির মোঃ কালাশাহ হিলভিউ কাজীটুলার বাসায় যান। বাসার সামনে থেকে ফোন দেই মোবাইল নং ০১৭৭৮৪৭৯৯৪১। এক মুজাহিদ এই ফোন রিসিভ করিয়া ফকির মোঃ কালাশাহকে অকথ্য ভাসায় গালীগালাজ ও হুমকী দিয়ে বলে আমার পাওনা টাকা ও কম্পিউটার দেবেনা।
জানাযায় মুজাহিদের বিরেুদ্ধে বিভিন্ন থানায় যে সকল মামলা আছে জগন্নাথপুর থানায় মামলা নং ০৩/০১/০২/১২ একই থানায় মামলা নং ০২/১৭৭, সন ২০১৫ একই থানায় মামলা নং ০২/১৬ দক্ষিণ সুরমা থানায় ১২/৪৫/১৬ মাদকের মামলা রয়েছে।
উক্ত বিষয়ে কতোওয়ালী মডেল থানায় তিনজনকে আসামী করে মামলা দায়ের করেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd