সংবাদ মাধ্যেম সূত্রে জানা যায়, পরিবারের সদস্য ও বন্ধুবান্ধব নিয়ে এই পাত্র-পাত্রী শরীয়া অফিসে গিয়ে বিয়ে করেন। কাবিন নামায় স্বাক্ষরও করেন। এর পরপরই কনের বাবা বরের কাছে বিয়ের মোহরানার ১ লাখ দিরহাম চান। বর কনের বাবাকে মোহরানা পরিশোধ বাবদ ৫০ হাজার দিরহাম পরিশোধ করেন। বাকী ৫০ হাজার ভবনের বাইরে গাড়িতে আছে, একটু পর একজনকে পাঠিয়ে টাকা আনিয়ে দিচ্ছেন। শ্বশুড়কে জানান বর।
কিন্তু নাছোড়বান্দা শ্বশুড় গাড়িতে যাওয়ার সময় পর্যন্ত দেননি। এখনই লাগবে বলে চাপাচাপি শুরু করেন কনের বাবা। এতে বর ক্ষুব্ধ হয়ে সাথে সাথে স্ত্রীকে তালাক দেন।
তবে দুবাইতে এটাই সংক্ষিপ্ত সময়ের মধ্যে বিয়ে বিচ্ছেদের ঘটনা নয় এর আগে এক কনে নিজের চাকরির জন্য এরও কম সময়ের মধ্যে বিয়ে বিচ্ছেদ করেছিলো।