সিলেট ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, মে ২৫, ২০১৮
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের জামালগঞ্জের সাচনা বাজারের সিএন্ডবি রোডে অগ্নিকান্ডে মালামা সহ ১২ দোকানকোঠা ভস্মিভুত হয়েছে।’ শুক্রবার ভোররাত সোয়া ৪টার দিকে এ অগ্নিনকান্ডের ঘটনায় ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।’
ব্যবসায়ীদের ধারণা সিগারেটের আগুন অথবা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারনে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে।’
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ীদের সুত্রে জানা যায়, শুক্রবার ভোররাত সেহরী খাওয়ার পরপরই সোয়া ৪টার দিকে জামালগঞ্জের সুরমা নদীর তীর ঘেষা সাচনা বাজারের সিএন্ডবি রোডের ব্যবসায়ী আকবর আলীর মেশিনারী দোকানঘর থেকে প্রথম অগ্নিকান্ডের সুত্রপাত্র ঘটে। এরপর মুহুর্তেই পুরো গলির অন্যান্য দোকান ঘরে আগুন ছড়িয়ে পড়ে।’
অগ্নিকান্ডে সাচনা বাজারে সিএন্ডবি রোডের আকবর আলীর মেশিনারী পার্টনের দোকান, দেবলের সেলুন, মোনায়েমের পার্টসের দোকান, মনিরের মুদি দোকান, সামছুর মুদি, উৎপল তালুকদারের পার্টসের দোকান, ইসলামের পার্টসের দোকান, আবদুল আলীর মুদী দোকান, আল আমিনের রেষ্টুরেন্ট সহ ১২ দোকানকোটা মালামাল সহ পুড়ে ভস্মিভুত হয়ে যায়।’
আগুন লাগার পর সুনামগঞ্জ থেকে ফায়ার সাভির্সের টিম ঘটনাস্থলে পৌছে প্রায় প্রায় ৪ ঘন্টা চেষ্টা চালিয়ে সকাল সোয়া ৮ টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।’
উপজেলার সাচনাবাজার বণিক সমিতির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইউসুফ আল আজাদ শুক্রবার দুপুরে বলেন, অগ্নিকান্ডে ব্যবসায়ীদেও ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা ছাড়িয়ে যাবে।’
এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে ছুটে আসেন। ’
জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম আল ইমরান শুক্রবার দুপুরে বলেন, ক্ষতিগ্রস্থ্য ব্যবসায়ীদের পুর্ন:বাসনের জন্য আমি জেলা প্রশাসকের সাথে আলাপ করেছি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd