সিলেট ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:৩২ পূর্বাহ্ণ, মে ২৪, ২০১৮
স্টাফ রিপোর্টার :: সিলেট নগরীতে ৮০হাজার টাকার কাপড় নিয়ে উধাও হয়েছে এক রিক্সাচালক। সোমবার (২১ মে) জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মুখে এ ঘটনা ঘটে।
জানাগেছে, পার্সেলে আসা ৮০হাজার টাকার মূল্যের লঙ্গি ভর্তি কার্টুন নিয়ে কদমতলীস্থ সুন্দরবন কুরিয়ার সার্ভিস সেন্টার থেকে রিক্সাযোগে নিয়ে আসছিলেন হাসান মার্কেটের একটি দোকানের ম্যানেজার সাহাব উদ্দিন।
সিলেটের পুলিশ সুপারের কার্যালয়ের সামনে পৌছলে অজ্ঞাতনামা ব্যক্তিকে ধাক্কা দেয় রিক্সা চালক।
এসময় রিক্সাচালকের সাথে ঐ পথচারীর কথাকাটাকটি ও হাতাহাতি শুরু হয়। এসময় ম্যানেজার সাহাব উদ্দিন তাদের হাতাহাতি থামাতে রিক্সা থেকে নেমে পড়েন।
আর এই সুযোগে রিক্সাচালক মালামাল নিয়ে উধাও হয়ে যায়। নগরীর বিভিন্ন স্থানে খোজাখুজির পর তার কোন সন্ধান পাওয়া যায়নি।
রিক্সা চালকের মধ্যে এ ধরনের একটি সিন্ডিকেট বহুদিন ধরে নগরীতে চুরি, ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধ অপকর্মে জড়িত রয়েছে।
প্রায় সময় যাত্রীদেরকে মালামাল খোয়াতে হয় এ সিন্ডিকেট সদস্যদের কারণে। এ ঘটনায় দোকানের ম্যানেজার সাহাব উদ্দিন বাদি হয়ে গত ২২মে সিলেট কতোয়ালী মডেল থানায় একটি অভিযোগ দাখিল করেন। যোগাযোগ-০১৭২৯-৮০৭৮১০
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd