সিলেট ১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:৪৪ পূর্বাহ্ণ, মে ২৪, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুর রহমান খানকে প্রত্যাহার করে জেলা পুলিশে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি গোয়াইনঘাট থানার ওসি দেলোয়ার হোসেনকেও শিগগিরই প্রত্যাহার করা হচ্ছে। জেলা পুলিশের এক শীর্ষ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার তাদের অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের ফিরিস্তি তুলে ধরে ‘পাথর রাজ্যের দুই ওসির বিরুদ্ধে বিস্তর অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশের পর এই ব্যবস্থা নেয়া হয়। সিলেটের পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, কোম্পানীগঞ্জের ওসি শফিকুর রহমানকে জেলা পুলিশে সংযুক্ত করা হয়েছে। তবে নতুন কোনো থানার দায়িত্ব দেয়া হয়নি।
সংশ্লিষ্ট অপর একটি দায়িত্বশীল সূত্র জানায়, আগামী দু-একদিনের মধ্যে গোয়াইনঘাটের ওসি দেলোয়ার হোসেনকেও প্রত্যাহার করা হবে।
এদিকে সোমবার সিলেটের পাথর রাজ্যের দায়িত্বে থাকা দুই ওসিকে নিয়ে সংবাদ প্রকাশ হলে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাটে তোলপাড় শুরু হয়। দৌড়ঝাঁপ শুরু হয়েছে দুই ওসির সুবিধাভোগী পাথরখেকোদের মধ্যে। সূত্র-যুগান্তর
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd