সিলেট ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জিলহজ, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, মে ২৩, ২০১৮
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জে এক সন্তানের জনননীকে ধর্ষণের অভিযোগে বুধবার সদর মডেল থানায় এক ধর্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।’ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের দামপাড়া কান্দাপাড়া গ্রামে মঙ্গলবার রাত ৯টার দিকে এ ধর্ষণের ঘটনাটি ঘটেছে।
এ ঘটনায় অভিযুক্ত একই গ্রামের গোলাম মোস্তফার ছেলে সোহেল মিয়া (২৬)কে পুলিশ বুধবার সন্ধা পর্য্যন্ত গ্রেফতার করতে পারেনি।’
পুলিশ ও ভিকটিম সুত্রে জানা গেছে, সদর উপজেলার দামপাড়া কান্দাপাড়া গ্রামের ১ সন্তানের জননী মঙ্গলবার রাতে নিজ বসত বাড়ির বারান্দায় দাড়িয়ে মুঠোফোনে আলাপকালে গ্রামের সোহেল মুখ বেঁধে জোড় পুর্বক তুলে নিয়ে গিয়ে ওই নারীকে বসতবাড়ির পার্শ্ববর্তী জঙ্গলে ধর্ষণ করে ফেলে রেখে যায়।’ ধর্ষণকালে ভিকটিম চিৎকার করার চেষ্টা করলে সোহেল গলাটিপে হত্যার হুমকি দেয় ভিকটিমকে। পরবর্তীতে ভিকটিম বাড়ি ফিরে এসে পরিবার ও প্রতিবেশীদের নিকট ধর্ষণের ঘটনাটি খুলে বলেন।’
এ ঘটনাটি রাতেই ভিকটিমের পরিবারের লোকজন সদর থানার ওসিকে মোবাইল ফোনে অবহিত করেন। ’
এ ব্যাপারে ভিকটিম নিজেই বাদী হয়ে বুধবার সকালে সোহেলকে অভিযুক্ত করে সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।’
সুনামগঞ্জ সদর মডেল থানার তদন্তকারী অফিসার এসআই মো. জালাল উদ্দিন মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, ভিকটিমকে ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে, অভিযুক্তকে গ্রেফতারে পুলিশী চেষ্টা অব্যাহত রয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd