বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নের ইশবপুর গ্রামে কৃষি ক্ষেতে অজ্ঞাত যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
২৩মে রোজ বুধবার সকালে স্থানীয়রা গ্রামের চঞ্চল দাসের বাড়ীর পশ্চিমের কৃষি ক্ষেতে এ লাশ দেখতে পেয়ে স্থানীয়রা ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়াকে খবর দেওয়া হয়। তাৎক্ষণিক তার পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, অজ্ঞাত এই যুবক মানসিক ভারসাম্যহীন ছিল, দীর্ঘদিন ধরে এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করত। পরে পুলিশ গিয়ে কৃষি ক্ষেত থেকে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে বিশ্বনাথ থানার এসআই মিজানুর রহমান বলেন, ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করি, মরদেহে কোনো জখমের চিহৃ পাওয়া যায়নি। পোষ্টমর্টেম রির্পোটের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।