বিশ্বনাথ প্রতিনিধি :: তরুণ সাংবাদিক আবদুস সালামের জামিন না মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার (২২মে) আব্দুস সালমের বড় ভাই সেলিম আহমদ ও চাচাতো ভাই আজমল হোসেন ও জেল হাজতে থাকা আবদুস সালামের জামিনের আবেদন করলে আদালত শুনানী শেষে সেলিম আহমদ ও আজমল হোসেনের জামিন মঞ্জুর ও আব্দুস সালামের জামিন না মঞ্জুর করেন। আসামী পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবি এ.এস.এম গফুর ও রেজাউল করিম। গত সোমবার (২১মে) সিআইডি পুলিশ পরিদর্শক আব্দুল আউয়াল আদালতে দেয়া একদিনের রিমান্ডের আদেশের প্রেক্ষিতে সিআইডি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করেন এবং প্রতিবেদনসহ তাকে আদালতে প্রেরণ করেন।
উল্ল্যেখ, গত রোববার (১৩মে) বিশ্বনাথ বাজারস্থ তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রেফতার করে সিআইডি পুলিশ। সোমবার (১৪মে) তাকে কতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। পরদিন সিআইডি পুলিশ ৩দিনের রিমান্ডের আবেদন করলে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।