সিলেট ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, মে ২৩, ২০১৮
নিজস্ব প্রতিবেদক : সিলেটের শহরতলী শাহ্পরান থানাধীন এলাকা ভাওয়ালটিলার সন্ত্রাসীর বাহার উদ্দীনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে শাহ্পরান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন একই এলাকার ভাওয়ালটিলার সৈয়দ দারা মিয়ার পূত্র সংবাদ পত্র হর্কাস সমিতির সদস্য সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ।
বুধবার দায়ের করা জিডিতে সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে উল্লেখ করেন। জিডি নং ১১ ৫৮।
জিডিতে নাহেদ উল্লেখ করেন, শাহ্পরান থানাধীন এলাকা ভাওয়ালটিলা গ্রামের মৃত হাসীমের ছেলে বাহার উদ্দীন আমার খালার সাথে জমি দেওয়ার কথা বলে টাকা নেয়। কিন্তু টাকা নিয়ে এখন টাকা না দিয়ে উল্টো হুমকি প্রদান করে এবং টাকার কথা বল্লে প্রাণে হত্যার হুমকি দেয়। উক্ত বিষয় কিছু বলতে চাইলে তারা আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে ১২/১২ জন লোক মিলে আমাকে প্রাণে হত্যার উদ্ধেশ্যে ছোটে আসে তাদের এমন অবস্তা দেখে আমি দোউড়ে পালাই। অবশেষে তারা আমাকে প্রাণে হাত্যা হুমকি দিয়ে চলে যায়। এমতবস্থায় আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd