সিলেট ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:৩৯ পূর্বাহ্ণ, মে ২৩, ২০১৮
আলী হোসেন মৌলভীবাজার :: মৌলভীবাজার কুলাউড়ায় ২২মে মঙ্গলবার সকাল ১০ টার দিকে পৌর শহরের স্কুল চৌমুহনীর একটি মার্কেটে এই দুর্ঘটনা ঘটে।
দুই ঘন্টা চেষ্টা চালিয়ে দুপুর ১২ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা। ফায়ার সার্ভিস ও সূত্রে জানা যায়, সকাল ১০ টার দিকে স্কুল চৌমুহনীর একটি মার্কেটে অগ্নিকান্ড ঘটে।
কয়েক মিনিটের ব্যবধানে প্রায় ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট সকাল ১০টা ১৫ মিনিটে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
পরে দুপুর ১২ টার দিকে টানা দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
কুলাউড়া ফায়ার স্টেশনের ফায়ারম্যান তপন ভৌমিক জানান, মূলত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।
আগুনে মার্কেটের ৮ টি ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল পুড়ে গেছে। যার মধ্যে তুলার গুদাম, ভ্যারাইটিজ স্টোর, কনফেকশনারি, ও লাইব্রেরি রয়েছে। এই ঘটনায় আনুমানিক ৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান করা যাচ্ছে ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd