সিলেট ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, মে ২২, ২০১৮
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের তাহিরপুরে সন্দেহজনক ভাবে সীমান্ত পল্লীতে ঘোরাফেরা ও দাঙ্গা-হাঙ্গামার চেষ্টাকালে তিন যুবককে আটক করে পুলিশে সোপর্দ করলেন স্থানীয় জনতা।’ মঙ্গলবার থানা পুলিশ তিন যুবককে আদালতে সোপর্দ করেছে।’ উপজেলার বড়দল উওর ইউনিয়নের চাঁনপুর সীমান্তের রজনীলাইন গ্রাম থেকে থানা পুলিশ সোমবার রাতে ওই তিন যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।’
গ্রেফতারকৃতরা হল, উপজেলার বড়দল উওর ইউনিয়নের চরগাঁও গ্রামের জজ মিয়ার ছেলে শাহ আলম (২০), পৈলনপুর গ্রামের মজলিসের ছেলে মুছা (১৮), লিয়াকতের ছেলে তোফাজ্জল হোসেন (১৮)।’
উপজেলার বড়দল উওর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য ছিদ্দিক মিয়া, সাবেক ইউপি সদস্য নাসির উদ্দিন বলেন, ওই তিন যুবক ও তাদের সাথে থাকা পালিয়ে যাওয়া অপর আরেক যুবক সহ ৪ যুবক রাতে সন্দেহজনক ভাবে সীমান্তপল্লী রজনীলাইনে ঘোরাফেরার করার সময় স্থানীয় জনতা তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে তারা অশালীন আচরণ, হুমকি-ধামকি, দাঙ্গা-হাঙ্গামার করার অপচেষ্টা করলে তাদেরকে আটক করে পুলিশে দেয়া হয়।’
তাহিরপুর থানার এসআই মো. মুহিত মিয়া মঙ্গলবার জানান, ১৫১ ধারায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার ওই যুবকের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd