সিলেট ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ, মে ২২, ২০১৮
জগন্নাথপুর প্রতিনিধি :: সুনামগঞ্জের জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত আসামীসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার তাদেরকে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।
থানা পুলিশ জানাযায়, সোমবার বিকেলে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের কদমতলা এলাকা থেকে জগন্নাথপুর থানার এসআই লুৎফুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে চুরি মামলার এক বছরের সাজাপ্রাপ্ত আসামী ছালিম উল্লাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ছালিম উল্লাহ উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও গ্রামের কছর মিয়াার ছেলে। একই সময় তার সহযোগি কদমলতা গ্রামের মৃত নুরুল হকের ছেলে আরশ আলীকে ২৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই লুৎফুর রহমান বলেন, গ্রেফতার ছালিক উল্লাহর বিরুদ্ধে চুরি-ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। এছাড়াও মাদকসহ গ্রেফতারকৃত ব্যক্তিসহ দু’জনকেই সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd