সিলেট ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ, মে ২২, ২০১৮
গোয়াইনঘাট প্রতিনিধি :: গোয়াইনঘাটে ধর্ষন মামলার আসামীদের বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগটি এফআইআর করে আসামীদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি প্রদানের দাবিতে সিলেট রেঞ্জের ডিআইজি বরাবরে আবেদন করেছেন ভুক্তভোগী হালিমা বেগম। গতকাল সোমবার থানার রানীগঞ্জ গ্রামের মৃত শাহাব উদ্দিনের স্ত্রী হালিমা বেগম সিলেট রেঞ্জে উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) বরাবরে এ আবেদন প্রদান করেন ।
আবেদনে তিনি উল্লেখ করেন, রানীগঞ্জ গ্রামের মৃত আব্দুল খালিকের পুত্র আব্দুল কুদ্দুছ ও আব্দুল মুতালিবের ছেলে ইসলমাইল আলী গত ১০ ফেব্র“য়ারি রাত ১১টায় সালুটিকর ডিগ্রি কলেজের সামনে থেকে জোর পূর্বক তাকে তুলে নিয়ে টলা হাওরে গণঘর্ষণ করে। ঐ দিন মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনার প্রেক্ষিতে বিধবা হালিমা বেগম গোয়াইনঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে ধর্ষণ সম্পূর্ণ প্রমাণাদিও পেশ করেন তিনি। কিন্তু অভিযোগ দায়েরের তিন মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত গোয়াইনঘাট থানা পুলিশ আসামীদের গ্রেফতার করেনি। আসামীরা প্রকাশে ঘুরে ফেরা করলেও থানা পুলিশ অদৃশ্য কারনে আসামীদের গ্রেফতার এড়িয়ে চলছে। তাছাড়া আসামীরা হালিমা বেগমকে মামলা তুলে না নিলে প্রাণ নাশের হুমকি ও ভয়ভীতি দিয়ে আসছে। এতে কোন উপায়ান্তর না পেয়ে হালিমা বেগম গোয়াইনঘাট থানার অফিসার ইনর্চাজ বরাবরে বারবার যোগাযোগ করলেও কোন আশানুরূপ ফল না পাওয়ায় গত ২১ মে সোমবার সিলেট রেঞ্জে উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) বরাবরে গোয়াইনঘাট থানায় দায়েরকৃত অভিযোগটি এফআইরা করে আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যব্স্থা নেওয়ার জন্য এ আবেদন করেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd