সিলেট ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ণ, মে ২০, ২০১৮
ডেস্ক রিপোর্ট:: সিলেট মহানগর ছাত্র লীগের ২৬নং ওয়ার্ড শাখার নব নির্বাচিত সাধারণ সম্পাদক নয়নের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার রাতে দক্ষিণ সুরমার আলমপুর এলাকায় এই চাঁদাবাজির ঘটনা ঘটে বলে জানা যায়।
আলমপুর এলাকার ‘বিগ টাইগার’ মসলা ফ্যাক্টরীর মালিক ২৭নং ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক অপূর্ব চৌধুরী জানান, ২৬নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক নয়নের নেতৃত্বে দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে কয়েকজন যুবক শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে তার কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। এতে তিনি অপরাগতা প্রকাশ করে তার দলীয় পরিচয় দিলে ক্ষিপ্ত হয়ে উঠে তারা। এ সময় নয়ন তাকে ১ লাখ টাকা কখন দিবেন সময় দেওয়ার জন্য অপূর্ব চৌধুরীকে চাপ দেয়। অন্যথায় অসুবিধা হবে বলে শাসিয়ে যায়।
এ ব্যাপারে অপূর্ব চৌধুরী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd