বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথে রেদুওয়ান করিম মাছুম নামে এক ছাত্রলীগ নেতার ফেসবুক আইডি হ্যাক করে নানা ধরণের হুমকী দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনি বৃহস্পতিবার রাতে থানায় সাধারণ ডায়েরী (নং-৯৬৪) করেছেন। মাছুম উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি ও দশঘর বাউসী গ্রামের চন্দন মিয়ার পুত্র।
ডায়েরীতে প্রকাশ, বেশ কিছু দিন ধরে তার ফেসবুক আইডি হ্যাক করে তাতে অশালীন মন্তব্য পোস্ট ও আইডি থেকে যুক্তবন্ধুদের পাঠানো হচ্ছে নানা ধরণের বার্তা। শুধু তাই নয়, তাকেও দেয়া হচ্ছে নানা ধরণের হুমকি। এতে মানসিকভাবে বিপর্যস্ত ও সামাজিক ভাবে হেয়প্রতিপন্ন হচ্ছেন তিনি।
রেদুওয়ান করিম মাছুম জানান, আমাকে যে কোনো রকমের বিপদের সম্মুখিন করতেই এটা করা হয়েছে। চেষ্টা চালানো হচ্ছে আমার সামাজিক ও রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংসের।
এ ব্যাপারে কথা হলে বিশ্বনাথ থানার ওসি শামসুদ্দোহা পিপিএম বলেন, সাধারণ ডায়েরীর বিষয়টি তদন্তের মাধ্যমে খতিয়ে দেখবে পুলিশ।
Sharing is caring!