বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলার মিয়ার বাজারের শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায়ের সিদ্ধ বকুলতলা ধামে চুরি সংগঠিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ সময় চোরেরা মন্দিরের টাকা ও স্বর্ণ লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেছে মন্দির কর্তৃপক্ষ।
মন্দিরের কোষাধ্যক্ষ জিতেন দেবনাথ জানান, ওইদিন দিবাগত রাতে মন্দিরের প্রণামীর বাক্সে জমানো আনুমানিক প্রায় ২৫হাজার টাকা, পূর্বে গচ্ছিত নগদ ৫হাজার টাকা ও চার আনা ওজনের একটি স্বর্ণের তুলসী পাতা চোরেরা নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান জেলা পুলিশের দক্ষিণ সার্কেলের সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম, থানার ওসি শামসুদ্দোহা পিপিএম, ইন্সপেক্টর (তদন্ত) দুলাল আকন্দ।
শ্রীশ্রী ঠাকুর বৈষ্ণব রায়ের সিদ্ধ বকুলতলা ধাম পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট প্রহলাদ চন্দ্র দেব বলেন, মন্দিরে চুরি হয়েছে বলে আমাকে জানানো হয়েছে।
জেলা পুলিশের দক্ষিণ সার্কেলের সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Sharing is caring!