সিলেট ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, মে ১৯, ২০১৮
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাটের প্রত্যন্ত অঞ্চলে ক্রেজি মেডিসিন ইয়াবা ও মাদকের ভয়াবহ বিস্তার ঘটেছে। উপজেলার সর্বত্রই হাত বাড়ালেই মিলছে ‘ক্রেজি এ ড্রাগ’ ইয়াবা। ভয়ঙ্কর এই মাদকের থাবায় সর্বগ্রাসী হতে চলেছে তরুণ সমাজ।
সম্প্রতি ভয়াল ইয়াবা ড্রাগে আসক্তি হচ্ছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীসহ সকল শ্রেণীর মানুষ। এদের মধ্যে তরুণ সমাজের সংখ্যাই বেশি। সর্বনাশা মস্তিস্ক উত্তেজক এ ইয়াবার থাবায় যুব সমাজ ধ্বংস হওয়ার আশঙ্কা করছেন এলাকার সচেতন মহল। আইন প্রয়োগকারি সংস্থার পক্ষ থেকে মাদক নির্মূলে নানা পদক্ষেপ নিলেও অভিনব কৌশলে বাড়ছে এর ব্যবহার। বিভিন্ন সময়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহীনীর মাদক বিরোধী অভিযানে একাধিক ইয়াবা ব্যবসায়ী ও সেবনকারী আটক হলেও ধরা পড়ছে না অন্তরালে লুকিয়ে থাকা সরবারাহকারী মূল হোতারা।
এলাকার সচেতন মহলের অভিমত সমাজের কিছু প্রভাবশালী ব্যক্তির সমন্বয় ও আইন শৃঙ্খলাবাহিনীর সাথে যোগসাজেশ করেই চলছে এই সর্বনাশা বাণিজ্য। যে কারণেই দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে ইয়াবার বিস্তার।
সূত্র জানায়, উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বুগইল কান্দি (নালুবাক) গ্রামে জমির উদ্দীন এর নেতৃত্বে চলছে মাদকের বাণিজ্য। জমির উদ্দিন দীর্ঘ দিন থেকে এলাকায় মাদক ব্যবসা করে আসছে তার ভয়ে এলাকার কোন লোক মূখ খূলতে নারাজ, পবিত্র মাহে রমযান উপলক্ষে সে আরও বেপরোয়া হয়ে উঠেছে।
শুধু তাই নয় প্রত্যেকটি ইউনিয়নে বেশ কয়েকটি স্থানে এখন হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে ‘ক্রেজি ড্রাগ’ ইয়াবা। মোবাইল ফোনে অর্ডার দিলে মুহূর্তেই হাতে চলে আসছে ছোট আকারের এ মাদকদ্রব্য। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মদদইে সুচারুভাবে চলছে এ মাদক ব্যবসা।
সূত্র আরো জানায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে ইয়াবা সেবনকারী ও দুয়েকজন খুচরা বিক্রেতা মাঝে মধ্যে গ্রেফতার হলেও ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন মূল হোতারা। ফলে ঠেকানো যাচ্ছে না ইয়াবা ব্যবসা।
স্থানীয় অভিভাবক মহল জানান, ক্রেজি মেডিসিন ইয়াবা এ এলাকার একটি প্রধান অভিশাপ। বর্তমানে নিজ সন্তানদের মাদকমুক্ত রাখতে সদা প্রস্তত ও চিন্তাগ্রস্ত থাকতে হচ্ছে তাদের। তাই যত দ্রুত সম্ভব ইয়াবা ব্যবসায়ী ও জড়িতদের আটক করে বিপথগামী তরুণ সমাজ রক্ষায় প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন তারা।
এব্যাপারে গোয়াইনঘাট থানার ওসি মো. দেলওয়ার হোসেন জানান আসলেই মাদক নির্মূলে পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd