সিলেট ১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:৫৪ অপরাহ্ণ, মে ১৮, ২০১৮
বিশ্বনাথ প্রতিনিধি ::সিলেটের বিশ্বনাথে এক বছরের সাঁজাপ্রাপ্ত আসামি বিএনপি নেতা মাহতাব উদ্দিন (৩৭)কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার রামপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও আমতৈল গ্রামের আবদুল মজিদের ছেলে। শুক্রবার বিকেলে (১৮ মে) তাকে সিলেট নগরী থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সিলেট কোতয়ালী থানায় দুটি মামলা রয়েছে। মামলা নং সিআর ১৬৯/১৬ ও ১২৪৪/১৭ইং। এরই মধ্যে সিআর ১৬৯/১৬ ওই মামলায় আদালত তার বিরুদ্ধে এক বছরের সাজা ও দুই লক্ষ ৬৯ হাজার টাকা জরিমান করেন। অপর মামলায় পলাতক আসামি হিসেবে তাকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, বিশ্বনাথ থানার এসআই স্বাধীন তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি বিএনপি নেতা মাহতাব উদ্দিনকে সিলেট শহর থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।
সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতারের সত্যতা স্বীকার করে থানার অফিসার ইন-চার্জ শামসুদ্দোহা পিপিএম বলেন, গ্রেফতারকৃত আসামিতে আগামীকাল শনিবার (১৯ মে) আদালতে প্রেরণ করা হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd