সিলেট ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:৫০ অপরাহ্ণ, মে ১৮, ২০১৮
স্টাফ রিপোর্টার :: সিলেটের দীর্ঘ ৩বছর পর স্বত্বদখলীয় জমি ফিরে পেলেন এক বিধাবা। বুধবার (১৫ মে) দুপুরে আদালতের আদেশে উচ্ছেদ কার্যক্রমের মাধ্যমে তাকে তার স্বত্বদখলীয় ভ’মি ফিরিয়ে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এবং পুলিশ-সহ প্রশাসনিক কর্মকর্তা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ।
জানা গেছে, সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৪২ নং গোরাগ্রাম মৌজার দিলওয়ারা বেগমের প্রায় পৌনে ১৩ একর ভ’মির (খতিয়ান নং ৭৬ দাগ নং ৩৬৩) উপর দিয়ে জোর পূর্বক রাস্তা করে নেয় এলাকার প্রভাবশালী ভ’মিদস্যুরা। এতে করে ওই বিধবার ১৩ একর ভ’মি কৃষি অযোগ্য হয়ে পড়ে। অনেক চেষ্টা করেও ভ’মি উদ্ধার করতে না পেরে ওই বিধবা সিলেটের সিনিয়র সহকারী জজ আদালতে স্বত্ব মোকদ্দমা করে রায় পাওয়ার পর ¯ত্ব জারী মোকদ্দমা (নং-০১/১৬) দায়ের করেন। এই মামলায় স্বত্বজারীর রায় হলে সিলেটের জেলা প্রশাসককে উচ্ছেদ পরিচালনার নির্দেশ দেয়া হয়। নির্দেশ মোতাবেক জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন গত ১৫ মে উচ্চেদ পরিচালনা করে ওই বিধবাকে তার হৃতভ’মি ফিরিয়ে দেন।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ দেলওয়ার হোসেন উচ্ছেদ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd