বিশ্বনাথে দিন দুপুরে সাড়ে তিন লাখ টাকা ছিনতাই

প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, মে ১৬, ২০১৮

বিশ্বনাথে দিন দুপুরে সাড়ে তিন লাখ টাকা ছিনতাই
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে দিন দুপুরে যুবকের প্রায় সাড়ে তিন লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার (১৬মে) দুপুরে উপজেলার বিশ্বনাথ-রামপাশা রোডের কাদিপুর দশদল নামক স্থানে এই ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। ছিনতাইয়ের শিকার যুবক ছাতক উপজেলার ভুরাইয়া সিছরাওয়ালি গ্রামের মৃত আব্দুল মতিনের পুত্র জামরান আহমদ (৩৭)। তিনি বুধবার দুপুরে স্ব-পরিবারে বিশ্বনাথ উপজেলা সদরের ডাচ বাংলা ব্যাংক থেকে ৩লাখ ৪৬হাজার টাকা উত্তোলন করে তার স্ত্রীর ব্যানেটি ব্যাগের ভেতরে রেখে সিএনজি চালিত অটোরিকশায় বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। এসময় কাদিপুর দশদল নামক স্থানে গিয়ে পৌছামাত্র তিনটি মোটরসাইকেলে ৯জন ছিনতাইকারি তাদের চলন্ত গাড়ির গতিরোধ করে এবং তাদেরকে অস্ত্র দেখিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। ওই ব্যাগে নগদ আরও ২হাজার টাকা, ২ভরি স্বর্ণালংকার এবং দুটি নকিয়া মোবাইল সেট ছিলো বলেও তারা জানান। ঘটনার পর তারা থানায় গিয়ে খবর দিলে ঘটনাস্থল পরির্দশন করেছে পুলিশ।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

May 2018
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ খবর

………………………..