সিলেট::পবিত্র মাহে রমজান উপলক্ষে জগন্নাথপুর উপজেলার আরশ আলী স্মৃতি পরিষদের উদ্যোগে সোমবার বিকালে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মঞ্জুরুল আমিন দোয়েল সমাজের অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় তিনি বলেন, রমজানের খাদ্য সামগ্রী বিতরণের মাধ্যমে সমাজে অসহায় মানুষের কিছুটা হলেও সহায়তা প্রদান করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তিনি বিত্তবানদের সাধ্যমত পবিত্র রমজান মাসে রোজাদারদের পাশে দাঁড়ানোর আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ফয়সল আহমদ,ছাত্রলীগ নেতা মাহবুবসহ এলাকার বিশিষ্ট মুরুব্বিয়ান ।