সিলেট ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, মে ১১, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে যাত্রীবাহি বাস খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ১০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ থেকে সিলেটগামী একটি বিরতিহীন বাস শায়েস্তাগঞ্জের কলিমনগরে সিএনজিকে বাচাতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে গেলে শিক্ষার্থীসহ অন্তত ২০ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় ১০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানার এসআই দেলোয়ার হোসেনে নেতৃত্বে একদল পুলিশ পুলিশ ও হবিগঞ্জ ফায়ার সার্ভিসের লোকজন আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করেন। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, একটি সিএনজি অটোরক্সিকে বাচাতে বিরতীহিনের চালক নিয়ন্ত্রন হারিয়ে বাসটি খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd