সিলেট ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, মে ১১, ২০১৮
কিন্তু মহতী এই কাজটি করা হলোনা তার। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রান হারালেন তিনি।
অ্যাড. হাবিবুর রহমানকে নিয়ে আসতে বাড়ি থেকে প্রাইভেট কার নিয়ে গিয়েছিলেন তার চাচাতো ভাই তাজউদ্দীন। ঢাকা থেকে ব্রুনাই প্রবাসী আরেক চাচাতো ভাইসহ তারা ফেঞ্চুঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হন। শুক্রবার সকাল ০৬টার দিকে সোয়াব আলী বাজার আসার পর গাড়ির চালক ঘুমিয়ে গেলে গাড়িটি গাছের সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই প্রান হারান অ্যাড. হাবিবুর রহমান। আহত হন আরও তিন জন।
প্রত্যক্ষদর্শীরা ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।আহত তাজউদ্দীনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। দুর্ঘটনায় হতাহতের সংবাদটি ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd