তামাবিল স্থল বন্দরে ভারতীয় পণ্যবাহী গাড়ী উল্টে আহত ১

প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ, মে ১১, ২০১৮

তামাবিল স্থল বন্দরে ভারতীয় পণ্যবাহী গাড়ী উল্টে আহত ১

ডেস্ক নিউজ : সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরে প্রবেশকৃত ভারতীয় কয়লাবাহী ট্রাক উল্টে গাড়ীর ড্রাইভার সহ একজন আহত হয়েছেন।গাড়ীটি ভারতীয় কয়লা বহন করে শুক্রবার দুপুরে তামাবিল স্থলবন্দরে প্রবেশ করে।সরকারি নিয়মানুযায়ী সকল ভ্যাট ও ট্যাক্স প্রদান করে বেলা ৩ ঘটিকায় স্থলবন্দরের বাহিরে জাফলং -সিলেট মহাসড়ক ব্যবহার করে তার গন্তব্যস্থান আনলোড পয়েন্টে যাওয়ার সময় তামাবিলে রাস্তার গর্তে গাড়ীর পেছনের চাকা ফেসে গেলে ড্রাইভার প্রাণপণে চেষ্টা করেন গাড়ী উঠানোর জন্য।কিন্তু সে চেষ্টাও তার ব্যর্থ হয়,কারন সে জানেনা যে সমগ্র রাস্তাটাই গর্তে ভরপুর। এ সময় তার আপ্রাণ চেষ্টা ব্যর্থ হলে গাড়ীটি ভারতীয় পন্য কয়লা নিয়ে রাস্তার উত্তর পাশে পরে যায়।ড্রাইভার অতি চালাক ছিলেন বলেই হয়ত প্রাণে রক্ষা পেয়েছেন, একথাই বলছেন স্থানীয় জনসাধারণ। গাড়ীটি উল্টে যাওয়ার সময় আরও একজন পথচারী রাস্তার পাশ দিয়ে হাটছিলেন,ভাগ্য ভাল অন্য একজন উনাকে টেনে দ্রুত সরিয়েছে, না হয় তিনিও পাণে মারা যেতেন।এ দুর্ঘটনা র জন্য ভারতীয় চালককে জিজ্ঞাসা করলে তিনি বলেন আমি শুধু আজ নয় দু একদিন পরপরই বাংলায় প্রবেশ করি,আমার বাংলায় প্রবেশ করার বয়স ৩ বছর। আর এই তিন বছর যাবত আমি দেখছি এই রাস্তাটি মেরামতহীন।এরকম রাস্তা শুধু আমাদের জন্য নয়,বাংলাদেশের জন্যও বিপজ্জনক বটে।আপনাদের সরকার যেন দ্রুত এই রাস্তার কাজ করেন,না হয় আমরা কয়লা এক্সপোর্টিং হতে বিরত থাকিব।এতে আমাদের কোন ক্ষতি হবেনা বরং আপনাদের দেশে গাছ পুরিয়ে ইট বানাবে ইটের দাম বারবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

May 2018
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ খবর

………………………..