সিলেট ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, মে ১০, ২০১৮
বিয়ানীবাজার প্রতিনিধি :: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গোলাপগঞ্জ-বিয়ানীবাজার থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা আলহাজ কুনু মিয়া বলেছেন, বর্তমান সময়ে দেশে স্বাধীনতার কোনো অস্থিত্ব নেই। গনতন্ত্র হত্যার মাধ্যমে অবৈধভাবে ক্ষমতা দখল করে বর্তমান সরকার আবারো অবৈধভাবে ক্ষমতায় যাওয়ার পায়তারা করছে। কিন্তু বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে এ দেশে কোনো নির্বাচন হতে দেবে সাধারণ মানুষ। কারণ দেশের সাধারণ জনগন আজ বুজে গেছে জাতীয়তাবাদী সরকার ছাড়া কারো হাতে দেশ এবং দেশের মানুষ নিরাপদ থাকতে পারে না। তাই খালেদা জিয়াকে নিশর্ত মুক্তি দিতে হবে। না হলে রক্তক্ষয়ী আন্দোলন-সংগ্রামের মাধ্যমে খালেদা জিয়ার মুক্তির জন্য কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ কুনু মিয়া খালেদা জিয়ার রোগ মুক্তি কামনাসহ তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেন।
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিশর্ত মুক্তির দাবিতে গতকাল বিয়ানীবাজারের পৌরসভার ৮ নং ওয়ার্ডে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
বিশিষ্ট মুরুব্বি হাজি ফেছন আলীর সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবদলের সভাপতি ফখরুল ইসলামের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধান অতিথির বক্তব্য রাখেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গোলাপগঞ্জ-বিয়ানীবাজার থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা আলহাজ কুনু মিয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুভাগ ইউনিয়নের সাবেক ৩ বারের চেয়ারম্যান ওমর ফারুক, জাসাসের সভাপতি মুজিব আহমদ, বিশিষ্ট মুরুব্বি হাজি আসদ্দর আলী, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক শামীম আহমদ, বিএনপির সহ-সমাজ কল্যাণ সম্পাদক শাহজাহান আহমদ, বিএনপি নেতা দিলওয়ার হোসেন দিলু, সাবুল আহমদ, জামাল আহমদ, সেলিম আহমদ প্রমুখ। এছাড়াও বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিথ ছিলেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd