সিলেট ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:২৫ পূর্বাহ্ণ, মে ৯, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : হবিগঞ্জের ব্রাক স্কুলের শিক্ষিকা জলি শীলের নামে প্রতারনার অভিযোগ উঠেছে।তিনি প্রথমে ফেসবুকে নতুন আইডি করবেন, তারপর রিয়েল আইডি দেখে ম্যাসেজ করবেন।রিপ্লাই আসা মানেই ছেলেটি ফেসে যাওয়া।মধুর মধুর কথা বলে কিছুদিন চ্যাটিং,তারপর ফোনকলে রাতের পর রাত প্রেমের আলাপ।কিছুদিন পর আমার বাবা – মা আমাকে একটা বেকার ছেলের সাথে বিয়ে দিয়ে দিচ্ছে দ্রুত কিছু একটা কর!না হয় দশ হাজার টাকা দাও আমি বাল্যবিয়ের দায়ে বাবা মায়ের বিরুদ্ধে মামলা করব।আর যদি না দাও তাহলে আমি তুমার ফেসবুকে তুমার ছবিসহ স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করব।এরকম অভিনব কায়দায় ব্রাকের হবিগঞ্জ সদরে কর্তব্যরত সুপার ভাইজার শুভ্র শীলের কাছ থেকে প্রায় বিশ হাজার টাকা নিয়েছেন বলে অভিযোগ করেছেন শুভ্র শীল।শুধু শুভ্রই নয়, আরও তিনজন লোক জানিয়েছেন যে একেক বার একেক ফেসবুক আইডি দিয়ে একই রকম অভিনব পন্থায় প্রায় ৮-১০,০০০ টাকা লুটেছেন জলী শীল।জলী শীল হবিগঞ্জ সদর উপজেলার পতাকী শীলের ও ঝর্ণা রানীর মেয়ে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd